নিজস্ব প্রতিবেদক, হুগলি, আপনজন: হুগলী জেলার পুরশুড়া থানার অন্তর্গত সাঁওতা গ্রামের সাঁওতা পোল স্টার ক্লাবের পরিচালনায় ৩৬ তম বর্ষ এক দিবসীয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. হুগলী জেলা পরিষদের সভাধিপতি আলহাজ্ব সেখ মেহবুব রহমান, আরামবাগ সাংগঠনিক চেয়ারম্যান জয়দেব জানা,তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুন্ডু,পুরশুড়া তৃণমূল ব্লক সভাপতি তপন সামুই,পুরশুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মোমিন মিদ্যা, ক্লাবের সম্পাদক ও সমাজসেবী সেখ আলফাজউদ্দিন, সহ সম্পাদক সেখ কুতুবউদ্দিন, সেখ হাসিবুর রহমান। সভাপতি আমজেদ মল্লিক।ম্যাচ রেফারি ছিলেন সেখ আলাউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন সেখ সামিম, সেখ নজরুল ইসলাম, হামিম মিদ্যা,সেখ হায়দার আলি,সেখ গিয়াসউদ্দিন, সেখ আব্দুল আলিম,সেখ রফিকুল ইসলাম, তারিক ইমাম মিদ্যা ও আবুল কালাম আজাদ, সেখ মহঃ বাকিবিল্লাহ। সহ সমাজের বিশিষ্টজনেরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct