ইসরাফিল বৈদ্য, কলকাতা, আপনজন: সোমবার কলকাতা জেলা মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টস মিট ২০২৩ অনুষ্ঠিত হল কলকাতা বডিগার্ড লাইনে। সকাল ১০ টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক ভাবে সূচনা হয়। জেলা মাদ্রাসা ক্রীড়া কমিটির পরিচালনায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় জেলার সিনিয়র মাদ্রাসা, হাই মাদ্রাসা এবং এমএসকে মাদ্রাসার ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে৷ এই অনুষ্ঠানের প্রধান অতিথি উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্হায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্যতম সদস্য একেএম ফারহাদ উপস্থিত প্রতিযোগীদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের শরীরচর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে এই জাতীয় খেলা প্রতিনিয়ত হওয়া বাঞ্ছনীয়। জেলা প্রশাসনের সহযোগিতা এবং শিক্ষকদের ঐকান্তিক প্রচেষ্টায় খুব কম সময়ের মধ্যে এই ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হলো।জেলার প্রতিটি মাদ্রাসা থেকে ক্রীড়াবিদ এবং শিক্ষক শিক্ষিকাদের আগমনে মুখরিত হয়ে ওঠে এই প্রতিযোগিতা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য মন্ত্রিসভার অন্যতম সদস্য ফিরহাদ হাকিম এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী মোঃ গোলাম রব্বানী সহ অন্যান্যদের নির্দেশকে মেনে এগিয়ে চলেছে এই তৃণমূল শিক্ষক সংগঠন। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রীর একান্ত সচিব জুলফিকার হাসান জেলা কমিটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি তথা ভাইস চ্যান্সেলর ডঃ আবু তাহের কামরুদ্দিন বলেন, ইসলাম ধর্মেও শিক্ষা অর্জনের পাশাপাশি খেলাধুলার কথা বলা হয়েছে। জেলা স্তরের খেলার মধ্যে দিয়ে আগামী দিনের প্রতিভা উঠে আসবে এটাই একান্ত কাম্য। কলকাতা বডিগার্ড লাইনে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন মেটিয়াব্রুজের বিধায়ক আব্দুল খালেক মোল্লা, মাদ্রাসা শিক্ষা পর্ষদের সচিব সেখ আব্দুল মান্নাফ আলি,ডিআই সঞ্জয় বাবু,ডোমা আরসাদ জামাল হাসমি, এআই(মাদ্রাসা) কবিরুল ইসলাম, ক্রীড়া কমিটির জেলা প্রতিনিধি মাওঃ আহমদুল্লাহ, আব্দুল আহেদ মল্লিক, এবাদুল হক সহ বিশিষ্টজনেরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct