মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: পূর্ব বর্ধমানের প্রায় চল্লিশটি মাদ্রাসা নিয়ে ১৩ তম মাদ্রাসা গেমস এন্ড স্পোর্টস মিট শুরু হল সোমবার । বর্ধমান শহরের ঐতিহ্যবাহী মোহনবাগান মাঠে ৭২টি ইভেন্টে এই খেলা অনুষ্ঠিত হয়। এই স্পোর্টসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূর্ব বর্ধমানের জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু ,অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডঃ সুরজিৎ নন্দী ইউনিভার্সিটি স্পোর্টস অফিসার, ডোমা কল্যাণ কুনাল দাস, কুনালয্যোতি দাস এআই অফ স্কুল ,গৌরীশংকর ভট্টাচার্য , নিশ্চিন্তপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক তথা শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত উজির আলী, বিশিষ্ট সমাজসেবী রথীন মল্লিক, আলী হোসেন মিদ্দা, শেখ ফিরোজ,আসিফ ইকবাল সহ বিশিষ্ট অতিথিরা। পূর্ব বর্ধমানের বেশিরভাগ মাদ্রাসার ছাত্রছাত্রীরা এই স্পোর্টসে অংশগ্রহণ করেন। মোহনবাগান মাঠে আদর্শ পরিবেশে এই খেলাটি সংগঠিত হয়। যারা প্রথম স্থান দখল করবেন তারা রাজ্য মাদ্রাসা মিটেও সুযোগ পাবে বলে জানা গেছে । খেলাটি সম্পূর্ণরূপে পরিচালনা করেন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক মাদ্রাসা গেমস এন্ড স্পোর্টস কমিটি। ১২ থেকে ১৯ বছরের ছাত্র-ছাত্রীরা এই প্রতিযোগিতা অংশগ্রহণ করেন। এই গেমসে অংশ গ্রহণকারী ছাত্র-ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct