সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: পানীয় জল যেখানে মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ সেই জায়গায় দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে জল সংকটে ভুগছে বাঁকুড়ার পুরো একটি গ্রাম। বারংবার সমস্যার কথা একাধিক প্রশাসনিক স্তরে জানিয়েও মেলেনি কোনো সুরাহা তাই বাধ্য হয়ে পঞ্চায়েতে তালা ঝুলিয়ে বিক্ষোভে ফেটে পড়লো গ্রামবাসীরা।ঘটনাটি বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের অন্তর্গত ধতলা গ্রামের। গ্রামবাসীদের যেটা অভিযোগ দীর্ঘদিন ধরে গ্রামের সমস্ত নলকূপ গুলি নষ্ট হয়ে পড়ে আছে এবং গ্রামবাসীদের জন্য পর্যাপ্ত পরিমাণে সরকারিভাবে যে জল সরবরাহ সেটাও হয় না এক কথায় বলতে গেলে তীব্র জলসংকটে পুরো গ্রাম। এই সমস্যার কথা গ্রামবাসীরা পঞ্চায়েত প্রশাসন থেকে শুরু করে ব্লক প্রশাসনে লিখিত আকারে জানালেও কোন সদুত্তর মেলেনি। তাই এদিন বাধ্য হয়ে গ্রামবাসীরা জিরড়া গ্রাম পঞ্চায়েতে সমবেত হয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিয়ে দফায় দফায় বিক্ষোভ দেখাতে থাকে এমনকি সংশ্লিষ্ট পঞ্চায়েতের উপপ্রধান ঘটনাস্থলে এলে তাকে দেখেও বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। পরবর্তীতে পঞ্চায়েত প্রশাসনের তরফ থেকে পানীয় জলের পর্যাপ্ত পরিমাণ সরবরাহের আস্বাস মিললে। সেই আশ্বাসে আস্বস্ত হয়ে গ্রামবাসীরা পঞ্চায়েত অফিসের তালা খুলে দেয়। এখন শুধু সময়ের অপেক্ষা আদেও কি গ্রামবাসীরা এই জলসংকট থেকে মুক্তি পায় নাকি তাদের সমস্যা সমস্যা হয়েই রয়ে যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct