আপনজন ডেস্ক: সৌদি আরব বিশ্বের পাঁচটি প্রধান উন্নয়নশীল অর্থনীতির ব্রিকস গ্রুপ এবং সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনে (এসসিও) যোগ দিতে আগ্রহী। সৌদি আরবে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই কোজলভ এ তথ্য জানিয়েছেন। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা—পাঁচটি দেশ মিলে ব্রিকস গ্রুপ। বর্তমানে বিশ্বের জনসংখ্যার ৪০ শতাংশেরও বেশি এবং বিশ্বব্যাপী জিডিপির প্রায় এক-চতুর্থাংশ এই পাঁচ দেশের দখলে। অন্যদিকে চীন ও রাশিয়ার নেতৃত্বাধীন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন একটি আঞ্চলিক নিরাপত্তা ব্লক, যার মধ্যে ভারতের মতো বড় শক্তিগুলো অন্তর্ভুক্ত রয়েছে। কোজলভ রবিবার আরআইএ নভোস্তির সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘রাজ্যের বৈদেশিক নীতির বৈচিত্র্যের অংশ হিসেবে সৌদি আরব এসসিও এবং ব্রিকসের মতো আন্তর্জাতিক সংস্থায় যোগ দিতে আগ্রহী।’ রাষ্ট্রদূতের মতে, এসসিওতে উপসাগরীয় দেশটির সদস্য পদ পাওয়ার সম্ভাবনা নিয়ে সক্রিয়ভাবে আলোচনা চলছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct