আপনজন ডেস্ক: প্রথম বারের মতো মহাকাশে যাচ্ছেন এক সৌদি নারী। রাইয়ানাহ বারনাবি নামের এই সৌদি নারী আগামী কয়েক মাসের মধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। নভোচারী আলি আল-করনিসহ এই দলটি বেসরকারী মহাকাশচারী মিশনের দ্বিতীয় ধাপে আইএসএস-এর উদ্দেশ্যে যাচ্ছেন। মানবতার সেবা ও মহাকাশ শিল্প থেকে উপকৃত হতে মানব স্পেসফ্লাইটে সৌদির ক্ষমতাকে শক্তিশালী করাই এই পদক্ষেপের লক্ষ্য। যুক্তরাষ্ট্র থেকে স্পেসফ্লাইটটি উৎক্ষেপণের কথা রয়েছে। সৌদি হিউম্যান স্পেসফ্লাইট প্রোগ্রামে দুই মহাকাশচারী মরিয়ম ফারদৌস ও আলি আল-গামদিসহ সবার প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct