আপনজন ডেস্ক: রাজ্যপাল সি ভি আনন্দ বোসপ্রধান সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে।এদিকে নবান্ন সূত্রে খবর, আপাতত নন্দিনী চক্রবর্তীকে সরানো হচ্ছে না কারণ ওই পদে কে আসবেন তা এখনো ঠিক হয়নি। তাই ওই পদে যাবতীয় দায়িত্ব তিনি সামলাবেন। এদিকে নন্দিনী চক্রবর্তী স্পষ্ট জানিয়ে দিয়েছেন তার কাছেও এই মুহূর্তে কোন নির্দেশ আসেনি। ফলে তিনি ওই পদে থেকে তার দায়িত্ব পালন করছেন। শনিবারই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে গোপন বৈঠক করে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন। রবিবার সেই সঙ্ঘাতকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে নিজের প্রধান সচিবের পদ থেকে সরিয়ে দিলেন রাজ্য বিজেপি নেতৃত্বের চক্ষুশূল হয়ে ওঠা নন্দিনী চক্রবর্তীকে। যদিও নিজের প্রধান সচিব হিসেবে নিজের পছন্দের কথা নবান্নকে জানান নি মোদি ভক্ত রাজ্যপাল। সূত্রের খবর, রাজ্যের বিজেপি ঘনিষ্ঠ কয়েকজন আমলার মধ্যে একজনকে নিজের সচিব হিসেবে নিয়োগ করবেন সি ভি আনন্দ বোস। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, নিজের পদ বাঁচাতে রাজনৈতিক প্রভুদের খুশি রাখতে জগদীপ ধনকড়ের দেখানো পথেই হাঁটছেন বাংলার নব্য ছোটলাট। দিল্লির নির্দেশেই পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল সরকারের সঙ্গে সঙ্ঘাতের রাস্তায় হেঁটেছেন।জগদীপ ধনকড় রাজ্যপাল থাকার সময়ে তাঁর প্রধান সচিবের দায়িত্বে ছিলেন পদ্ম ঘনিষ্ঠ আমলা সুনীল গুপ্ত। রাজ্য থেকে পাততাড়ি গুটিয়ে দিল্লিতে উপরাষ্ট্রপতি হয়ে চলে যাওয়ার পরেই বিশ্বস্ত আমলাকে নিজের সচিব করে নিয়ে গিয়েছিলেন তিনি। লা গনেশন অস্থায়ী রাজ্যপাল হয়ে আসার পরে গত বছরের অগস্ট মাসে রাজ্যের সাংবিধানিক প্রধানের প্রধান সচিবের দায়িত্ব নেন প্রাক্তন তথ্য সচিব নন্দিনী চক্রবর্তী। স্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়ে আসার পরে সিভি আনন্দ বোস তাঁকেই প্রধান সচিব হিসেবে রেখে দিয়েছিলেন। কিন্তু রাজ্যপাল হিসেবে ইদানিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। তা হজম হয়নি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তিনি ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছিলেন, রাজ্যপালকে ভুল বোঝাচ্ছেন তাঁর প্রধান সচিব নন্দিনী চক্রবর্তী। সূত্রের খবর, বিষয়টি দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কানে তোলেন তিনি। আর তার পরেই রাজ্যপালকে দিল্লি থেকে নির্দেশ দেওয়া হয়, প্রধান সচিবকে যেন অবিলম্বে সরিয়ে দেন তিনি। সেই নির্দেশের পরে রবিবার রাতেই ন্দিনীকে সরিয়ে নেওয়ার কথা রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে জানিয়ে দেন রাজ্যপাল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct