এম মেহেদী সানি, বারাসত, আপনজন: ভোরের আজানে রাঙা’ শীর্ষক তৃণমূলের উন্নয়নের একটি বাংলা সঙ্গীতের অডিও ও আডিও-ভিডিও ভার্সানের উদ্বোধন হলো শনিবার। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ ভবনের তিতুমীর সভাকক্ষে ওই উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে তৃণমূল মহলের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। শনিবারই ওই সঙ্গীতের অডিও ভার্সানটি স্বনামধন্য সঙ্গীত-সংস্থা কোয়েস্ট ওয়ার্ল্ড থেকেও বিশ্বব্যাপী প্রকাশিত হয়েছে। নতুন এই সঙ্গীত গেয়েছেন অশোকনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক এবং উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের পূর্ত ও পরিবহণ বিভাগের কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী। কথা লিখেছেন বিশিষ্ট গীতিকার শুভেন্দু আচার্য্য, সুর করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও সুরকার অভীক মুখার্জী।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিক সন্মেলনে নারায়ণ গোস্বামী বলেন, ‘একাধিক দলীয় কর্মসূচি ও সরকারি প্রকল্পের মাধ্যমে দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের উন্নয়ন করে চলেছেন। ইতিমধ্যে তাঁর সেই মস্তিষ্কপ্রসূত কিছু প্রকল্প ও কর্মসূচি রাজ্যের গন্ডি পেরিয়ে দেশে তথা বিশ্বের দরবারে সমাদৃত হয়েছে। সেকথাই আমরা সঙ্গীতের মধ্যে দিয়ে প্রকাশের চেষ্টা করছি।’ সঙ্গীতের প্রথম লাইন তুলে ধরে তিনি বলেন, ‘ভোরবেলা যেমন আজান হয় তেমনি সাঝের বেলা আরতি হয়, এ বাংলা সম্প্রীতির বাংলা, সৌহার্দ্যের বাংলা।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বাংলা আজ সুরক্ষিত বলেও জানান নারায়ণ। জানা গিয়েছে সংস্কৃতি-প্রিয় বিধায়ক নারায়ণ গোস্বামীর দীর্ঘদিনের ব্যস্ত রাজনৈতিক জীবনের মধ্যেও তিনি সঙ্গীতের চর্চা করে চলেছেন। বর্তমানে বিভিন্ন অনুষ্ঠান মঞ্চে তিনি গান গেয়ে মানুষের মন জয় করেছেন। তাঁর দল তৃণমূল কংগ্রেসের দুই প্রধান মাননীয়া শ্ৰীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ও মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজে অনুপ্রাণিত হয়ে ও তাঁদের সম্মান জানাতেই মূলত তাঁর ইচ্ছাতেই এই গানের পরিকল্পনা। তিনি নিজের কন্ঠে তৃণমূল কংগ্রেসের উন্নয়ন ও লড়ায়ের গানটি গেয়ে দলীয় কর্মীদের উজ্জীবিত করতে চান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct