মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: রায়নার খালেরপুলে জাঁকজমকভাবে উদ্বোধন হল তৃতীয় বর্ষের সংহতি উৎসব। এই অনুষ্ঠান উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী তথা রাজ্যের মুখ্য কৃষি ,মৎস, প্রাণী সম্পদ, উদ্যান পালন উপদেষ্টা প্রদীপ মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি তথা রায়নার বিধায়িকা শম্পা ধাড়া, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, সেহারা বাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক হাজী কুতুব উদ্দিন, রায়না ওয়ান পঞ্চায়েত সমিতির সভাপতি রত্না মহন্ত সহ বর্ধমান পৌরসভার কাউন্সিলর ,প্রধান, উপপ্রধান সহ অনেক বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচনের আগে যত প্রতিশ্রুতি দিয়েছিলেন সমস্ত প্রতিশ্রুতি তিনি পালন করেছেন। পশ্চিমবঙ্গ সরকার সামগ্রিক বিচারের দেশের সেরা। তিনি আরো বলেন, দক্ষিণ দামোদরের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল আরেকটি কৃষক সেতুর সমতুল্য ব্রিজ ও রাস্তা সম্প্রসারণ। খুব শীঘ্রই এর ব্যবস্থা হতে চলেছে। এই সংহতি উৎসবের সভাপতিত্ব করেন দক্ষিণ দামোদরের বিশিষ্ট সমাজসেবী আব্দুল মালেক। অনুষ্ঠানের সম্পাদক রাহুল আজম( তারা)। হাজার হাজার মানুষের উপস্থিতিতে এই অনুষ্ঠান সাফল্যমন্ডিত হয়। অনুষ্ঠানের সম্পাদক রাহুল আজম বলেন, এই মেলার মাধ্যমে দক্ষিণ দামোদরের ইতিহাস ,ঐতিহ্য , সংস্কৃতি তুলে ধরার আমরা চেষ্টা করি। আব্দুল মালেক সমস্ত অতিথীদেরকে সম্ভাষণ জানান। রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct