বইমেলা
তাপস কুমার বর
কাব্য তুমি জোয়ার এনেছো
ভাবনার অন্তরালে।
বিকশিত হোক কাব্য ভাষা
জেগে উঠেছে ঘরে ঘরে।
তোমার ভাবনা কথা বলে
কলমের বিন্দু বিন্দু স্পর্শে।
তুমি কেন কাঁদছো বসে?
একটা অচেনা দূরত্ব ঘিরে রেখেছে!
একদিন কি স্বপ্ন হবে...?
তোমার মেলাতে আমার পুস্তক মিলবে!
চারিদিকে দেখো কত পুস্তক সমাহার
দেখো,আনন্দের ফোয়ারা বইছে।
কত পুস্তক প্রকাশিত হবে
স্টলে-স্টলে ভিড় জমিয়ে।
তোমার হাসিতে আমি হাসি
রয়ে গেছো কেন অন্তরে জুড়ে?
হয়তো তুমি অনেক দূরে...
আমি ও আছি একটা গলির মোড়ে।
কাব্য যেদিন হারিয়ে যাবে
আমি ও সেদিন মৃত মরুদ্যানে!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct