সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে এবং সোনামুখী থানার পরিচালনায় সোনামুখীতে পথ নিরাপত্তা সপ্তাহ উদযাপন শুরু হয়েছে। সেই উপলক্ষে সাধারণ মানুষদের জন্য একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো । সাধারণ মানুষদের পাশাপাশি অ্যাম্বুলেন্স চালক ছোট গাড়ি চালক টোটো চালক তারাও এই চক্ষু পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করেছেন । চক্ষু পরীক্ষার পাশাপাশি এখানে স্বাস্থ্য পরীক্ষাও করা হলো । সোনামুখী থানার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় । এলাকার সকল সাধারণ মানুষ সোনামুখী থানার এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন । এদিন উপস্থিত ছিলেন সোনামুখী পৌরসভার চেয়ারম্যান সন্তোষ মুখার্জী , সোনামুখী থানার ভারপ্রাপ্ত আধিকারিক সূর্যদীপ্ত ভট্টাচার্য , সোনামুখী থানার সেকেন্ড অফিসার প্রসেনজিৎ বিশ্বাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান , পুলিশ প্রশাসনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় । যত্ন সহকারে এখানে চক্ষু পরীক্ষা করানো হচ্ছে আমরা দারুন আনন্দিত ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct