আপনজন ডেস্ক: তুরস্কে ১৩০ জন ঠিকাদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। কর্তৃপক্ষ বলেছে, ভবন নির্মাণে নিরাপত্তার মান লঙ্ঘন করায় ভূমিকম্পে অপ্রত্যাশিত এত মৃত্যুর ঘটনা ঘটেছে। সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে অন্তত ১২ হাজার ভবন ধসে পড়ার ছয় দিন পর দেশটির সরকার এই পদক্ষেপ নিল। ভূমিকম্পের কারণে ইতিমধ্যে ২৮ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতায় রবিবার গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি নিশ্চিত করেছেন। অন্তত ১২ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গত সপ্তাহে তুরস্কের বিচারমন্ত্রী বেকির বোজদাগ সতর্ক করে বলেছিলেন, ‘যারা অবহেলা করেছে, ভূমিকম্পের পর ধ্বংসের জন্য দোষী এবং দায়ী তারা ন্যায়বিচারের মুখোমুখি হবে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct