আপনজন ডেস্ক: অবসর গ্রহণের বয়সসীমা ৬২ বছর থেকে বাড়িয়ে ৬৪ বছর করার পদক্ষেপসহ পেনশন সংস্কার পরিকল্পনার বিষয়ে সরকারের ওপর চাপ অব্যাহত রাখার লক্ষ্যে, শনিবার ফ্রান্স জুড়ে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। বছরের শুরুতে, তিন দিনের দেশব্যাপী ধর্মঘটের পর ইউনিয়নগুলো ধারণা করেছিল ১৯ জানুয়ারি থেকে বিক্ষোভে ব্যাপক জনসমাগম হবে। দশ লাখেরও বেশি মানুষ সরকারের এই পরিকল্পনার বিরুদ্ধে মিছিল করে। ওইসিডি দেশগুলোর মধ্যে ফরাসিরা সবচেয়ে বেশি অবসরে থাকে। জনমত জরিপে দেখা যায়, এই সুবিধা বেশিরভাগ লোক ছেড়ে দিতে অনিচ্ছুক। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, পেনশন ব্যবস্থার কার্যকারিতা নিশ্চিত করতে এই সংস্কার ‘গুরুত্বপূর্ণ’। লে ফিগারো সংবাদপত্রের খবরে বলা হয়, প্রাথমিক হিসাব অনুযায়ী, মঙ্গলবারের শেষ বিক্ষোভের তুলনায় প্যারিসে এই সংখ্যা প্রায় ২০ শতাংশ বেড়েছে।ইউনিয়নগুলো আশা করছিল যে আন্দোলন শুরু হওয়ার পর, প্রথম সপ্তাহান্তের বিক্ষোভে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হবে। তারা আশা করেছিল, সব বয়স এবং পেশার লোকদের নিয়ে তারা সরকারকে দেখাতে পারবে যে সংস্কারের বিরুদ্ধে ক্ষোভ কতটা গভীর। মধ্য পশ্চিমাঞ্চলীয় শহর ট্যুরসে, জানুয়ারির মাঝামাঝি সময়ের বিক্ষোভের তুলনায় জনসমাগম উল্লেখযোগ্যভাবে বেশি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct