তামীম হাসান, কলকাতা, আপনজন: গরীব পরিবারের কৃতী সন্তান মুহাম্মদ কারিমুল ইসলাম এবার ডব্লিউবিসিএস পরীক্ষায় (একজিকিউটিভ) সারা রাজ্যে সপ্তম স্থান দখল করেছেন। তাঁর এই সাফল্যে খুশি কারিমুলের পরিবার থেকে তাঁর পরিজন প্রতিবেশীরা। তাকে শুভেচ্ছা জানাতে উত্তর ২৪ পরগনার দেগঙ্গার হাদিপুর গ্রামে তাঁর বাড়িতে ভিড় জমাচ্ছেন অনেকেই। ছোট বেলায় থেকে অত্যন্ত মেধাবী ছিল কারিমুল। কারিমুল বলেন, ২০১৬ সালে পদার্থবিদ্যায় এমএসস কিরে ডব্লিউবিসিএসের জন্য প্রস্তুতি শুরু করি। ঠিক তার দু’ বছর পরে ২০১৮ সালে পিএসসি আয়োজিত অন্য একটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে লিগ্যাল মেট্রোলজির ইন্সপেক্টর পদে যোগ দান করি। পরে পিএসসির আরো একটি পরীক্ষার মাধ্যমে ২০২০ সালে এসিস্ট্যান্ট প্রোগ্রামিং অফিসার হিসাবে যোগ দিই। কিন্তু আমার লক্ষ্য ছিল আরো বড় কিছু, তাই ২০১৭ সাল থেকে ডব্লিউবিসিএস পরীক্ষা দিয়ে আসছি বলে তিনি জানান। ২০২০ সালে সফলতা মেলায় ডব্লিউবিসিএস একজিকিটিভ হিসাবে বিডিও পদে যোগ দেবেন কারিমুল । কারিমুল সাহেবের কথায়, ২০১৬ সালে অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনেভর্তি হয়েছিলাম। একাডেমিক এসোসিয়েশনের সামিম স্যার সহ অন্যান্য শিক্ষকদের সহায়তায় ্ি্ে সাফল্য। তবে কারিমুলের এই সফলতার দীর্ঘ পথটা খুব একটা সহজ ছিল না। কারিমুলের বাবা চাষবাস করে দিন গুজরান করতেন। মা গৃহবধূ। তবে চাকরি পাওয়ার পর হাসি ফুটেছে কারিমুলদের পরিবারে। তিনি বলেন, বাবার বয়স হয়েছে। চাকরি পাওয়ার পর থেকে আর চাষবাসের কাজ করতে দিই নি। এদিকে পড়াশুনার জন্য কাকারা তাকে সহযোগিতা করতেন বলে অকপটে জানান তিনি। পাশাপাশি বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কলারশিপ তার এগিয়ে যেতে কাজে লেগেছে বলে তিনি জানান। সঙ্গে নিয়ে তাদেরকে ভাল রাখার চেষ্টা করব। তবে শুধু দুনিয়াদারি নয়, আখিরাতের কথাও ভাবতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct