অবসর
সোমা পাল
কারা যেন ঘাড়ে সঁপে গেছে ভয়...,
প্রকাশ করবোই বা কী করে !
কৌশলে আজও ফাঁকি দিয়ে তুমি...,
বুলিয়ে যাও তুলি ধূসর রঙে !!
জীবন উপন্যাসের পাতা গুলো...,
কী জেনো রচনা খুঁজে চলে !
যৌবন বৃক্ষে কত শত ফুল...,
জিজ্ঞাসা চিহ্নের মত ঝোলে !!
সবকিছু ঝাপসা - অবসর নিল ঠোঁট...,
ছলনার প্রতীক্ষায় স্বপ্নেরা মরে !
চোখ বন্ধ করলেই একাধিক সুখ...,
শরীরের বৃত্তে খেলা করে !!
“নীরবতা” - কেন হারাই জানিস ??
ভাবনার পরিধি যখনই গুরুত্ব মাপে !
কন্ঠে দীর্ঘ দেওয়াল তুলে দিয়ে...,
কত অস্থায়ী সুখের মিছিল হাঁটে !!
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct