এহসানুল হক, বসিরহাট, আপনজন: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিভিন্ন জায়গায় দুয়ারে সরকার কর্মসূচি পালিত হয়েছে। এবার বসিরহাটের মানুষের জন্য নতুন এক উদ্যোগ গ্রহণ করা হয়েছে দুয়ারের চিকিৎসা শিবির কর্মসূচি। বসিরহাট ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৌশিক দত্তের নেতৃত্বে মানুষকে উন্নত থেকে উন্নত পরিষেবা দেওয়ার জন্য দুয়ারের চিকিৎসা শিবির কর্মসূচি নিয়ে এসেছেন। শুধু ৭ নম্বর ওয়ার্ড নয় বসিরহাটের অন্যপ্রান্ত থেকে মানুষ এসে এই পরিষেবা নিতে পারবেন বলে এমনটাই জানিয়েছেন কাউন্সিলর। এদিন এই পরিষেবার উদ্বোধন হয় বসিরহাট ৭ নম্বর ওয়ার্ডের পায়েল মোড়ের কাছে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে।
সপ্তাহে দুই দিন এই বিশেষ পরিষেবা পাওয়া যাবে বলে জানিয়েছেন তারা। কাউন্সিলর কৌশিক দত্ত বলেন, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি বহু মানুষ পরিষেবা পাচ্ছে বিভিন্ন দিক থেকে। বসিরহাটের মানুষের কথা মাথায় রেখে চিকিৎসা পরিষেবার আয়োজন করা হয়েছে যাতে বিনা পয়সায় পরিষেবা নিতে পারে। এদিন তিনি বলেন হার্ট ইসিসি থেকে শুরু করে সুগার,দন্ত সহ বিভিন্ন চিকিৎসা পরিষেবা দেওয়া হবে বলে জানান তিনি। অন্যদিকে চিকিৎসা পরিষেবা নিতে আসা এক ব্যক্তি বলেন, আমরা সময়ের অভাবে চিকিৎসা পরিষেবা নিতে পারি না হাসপাতাল থেকে বিশেষ করে পয়সার অভাবে ভালো ডাক্তার দেখাতে পারিনা। তাই আজ এইখানে চিকিৎসা পরিষেবা পেয়ে আমরা খুশি। বিনা পয়সায় ওষুধ থেকে শুরু করে বিভিন্ন পরিষেবা আমরা পেয়েছি আমরা ধন্যবাদ জানাই কাউন্সিলরকে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct