ভারতকে প্রতিবেশি দেশ পাকিস্তানের হিংসা করার অনেকগুলি কারণ রয়েছে। গোটা বিশ্ব ভারতীয় বাজার ধরতে আগ্রহী। যুদ্ধ ক্ষেত্রেও বার বার ভারতের সামনে মুখ পুড়েছে পাকিস্তানের। একাত্তরের যুদ্ধ হোক বা কার্গিল, বার বার জয়ধ্বজা উড়িয়েছে ভারতীয় সেনা। মহাকাশ গবেষণাতেও অনেক এগিয়ে গিয়েছে ভারত। সফল মঙ্গল অভিযান থেকে শুরু করে একের পর এক অত্যাধুনিক উপগ্রহ উৎক্ষেপণ। যা যুদ্ধ বা অন্য সময়েও পাকিস্তানের উপরে নজরদারিতে সাহায্য করে। অথচ পাকিস্তানের নিজস্ব মহাকাশ গবেষণা ভারতের ইসরোর প্রায় আট বছর আগে শুরু হয়েছিল। নিজেদের দখলে কিছুটা থাকলেও তা নিয়ে সন্তুষ্ট নয় পাকিস্তান। ভারতের অবিচ্ছেদ্য অংশ কাশ্মীরের দিকে বরাবরই যেন লোলুপ দৃষ্টিতে তাকিয়ে থাকে তারা। আর সেই হতাশা থেকেই বার বার কাশ্মীরকে অশান্ত করার প্রয়াস। পূথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল ভারতে। এ ধরনের স্থাপনা না থাকার হতাশায় ভুগছে পাকিস্তান। ব্রিটিশ সরকার থেকে একই সময়ে রেল ব্যবস্থা হাতে পেয়েছিল দুই দেশ। সেখানে ভারতের রেল ব্যবস্থা আজ পাকিস্তানের থেকে বহুগুণ উন্নত। পাকিস্তানের বরাবরের ব্যথা বলিউড নিয়ে। পাক বিরোধী অনেক সিনেমাই ভারতে তৈরি হয়েছে, অন্যদিকে দিলীপ কুমার থেকে অমিতাভ বচ্চন বা শাহরুখ, সালমান হয়ে রণবীরের মতো নায়ক নেই পাকিস্তানের শোবিজে। বলিউড নিয়ে পাকিস্তানের হাহুতাশ হয়তো কোনোদিনই কমবে না। ক্রিকেটে পাকিস্তানেরও ইমরান খানের মতো অলরাউন্ডার, জাভেদ মিয়াঁদাদের মতো ব্যাটসম্যানরা ছিলেন। কিন্তু একটা শচীন টেন্ডুলকর কোনোদিন পেল না পাকিস্তান ক্রিকেট। শুধু শচীনই নয়, ধোনি, তারপরে এলেন বিরাট কোহলি। এমন তারকা ক্রিকেটার তাদের না থাকায় পাকিস্তানের হতাশা আরও বাড়ল। বিশ্বকাপ ক্রিকেটে আজও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। পঞ্চাশ ওভারের ক্রিকেটে ভারত চ্যাম্পিয়নও হয়েছে দু’বার। বিশ্ব ক্রিকেটে দিন দিন দাপট বাড়ছে ভারতের। অলিম্পিকে ভারত জিতেছে মোট আঠাশটি পদক, পাকিস্তান সেখানে জিতেছে দশটি। ভারতের উন্নত চিকিৎসা ব্যবস্থা আজ অনেক পাকিস্তানিরই ভরসার কারণ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct