রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: গহনা পরিষ্কার করে দেওয়ার নাম করে বাড়িতে প্রবেশ করে কৌশলে দুই জা’য়ের কাছ থেকে প্রায় তিন ভরি সোনার মালা নিয়ে চম্পট দিলো অজ্ঞাত পরিচয় ব্যক্তি। শনিবার দুপুর নাগাদ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মুর্শিদাবাদের সুতি থানার কাসিমনগর গ্রামে। নিজেদের সামান্য ভুলে এবং অপরিচিত লোককে বিশ্বাস করে সোনার গহনা হারিয়ে কার্যত কান্নায় ভেঙে পড়েছেন কাসিমনগর গ্রামের ওই দুই জা। বিষয়টি নিয়ে সুতি খানার পুলিশের দ্বারস্থ হয়েছেন তারা। জানা গিয়েছে, শনিবার দুপুর নাগাদ সুতি থানার কাসিমনগর গ্রামের নিজেদের বাড়িতে রান্না করছিলেন সাফিয়া খাতুন ও জেসমিন খাতুন নামে দুই জা। দুজনেরই স্বামী ভিনরাজ্যে রাজমিস্ত্রি কাজ করেন। বাড়িতেই থাকেন বৃদ্ধ শ্বশুর। পরিবারের সদস্যদের দাবি, এদিন দুপুর বেলা কাঁধে ব্যাগ নিয়ে অপরিচিত এক ব্যক্তি বাড়িতে আসেন। তারপরেই বাড়ির কাঁসার আসবাবপত্র পরিষ্কার করে দেওয়ার কথা বললে সরল মনে দিয়ে দেন ওই মহিলারা। এক শিশুর চাঁদির গহনাও পরিষ্কার করেন ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। তারপরেই কার্যত সুকৌশলে সোনার গহনা চেয়ে বসেন তিনি। প্রথমে ইতস্তত বোধ করলেও কোনোরকম মনে প্যাচ না রেখে গহনা পরিস্কার করতে দিয়ে দেন বিড়ি শ্রমিক ওই দুই মহিলা। সঙ্গে দেন একটি কাঁসার গ্লাসও। কিছুক্ষণ পরেই কভার করে কাঁসার গ্লাসটি দুই মহিলাকে ফেরত দিয়ে ২০ মিনিট পর খুলতে বলেন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। তারপরেই কার্যত চম্পট দেয় ওই প্রতারক। কিন্তু অভিযোগ, কয়েক মিনিটের মধ্যেই কাঁসার খুলতেই সোনার গহনা দেখতে না পেয়ে কার্যত সংজ্ঞা হারান দুই জা। কান্নায় ভেঙে পড়েন তারা। বহু খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি ওই প্রতারককে। ভর দুপুরে গ্রামের মধ্যে প্রবেশ করে এভাবে প্রতারণা করে তিন ভরি সোনা নিয়ে চম্পটের ঘটনায় এলাকায় কার্যত শোরগোল সৃষ্টি হয়েছে। তদন্ত করে দেখছে সুতি থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct