সাদ্দাম হোসেন মিদ্দে, রাজারহাট, আপনজন: অ্যানুয়াল অ্যাথলেটিক মিট ২০২৩ অনুষ্ঠিত হল উত্তর চব্বিশ পরগনার রাজারহাটের স্যার রমেশ ইনস্টিউশন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। শুক্রবার বিদ্যালয়ের খেলার মাঠে চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়।এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর। বিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক বিপ্লব মিত্র। এদিন প্যারেড পরিচালনা করেন বিদ্যালয়ের এনসিসি দলের সদস্যরা। খেলার মাঠে এদিন বেলুন ওড়ানো হয়। এদিনের খেলার ইভেন্ট গুলি ছিল উচ্চ লম্ফন, দীর্ঘ লম্ফন, সাধারণ দৌড়, বস্তা দৌড়, অঙ্ক দৌড়, মিউজিক্যাল চেয়ার, মেমোরি টেস্ট, যেমন খুশি তেমন সাজো, রিলে রেস প্রভৃতি। বর্তমান ছাত্র ছাত্রীরা ছাড়াও প্রাক্তন ছাত্র ছাত্রী, শিক্ষক এবং অভিভাবকদের জন্যও ছিল বিভিন্ন ইভেন্ট। মোট ৫ দিন ধরে চলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এদিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি। এছাড়া উপস্থিত ছিলেন রাজারহাট থানার আইসি জামাল হোসেন, দুই প্রধান রঞ্জন দাস এবং সাজেদা বিবি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাইগাছি হাই স্কুলের প্রধান শিক্ষক শঙ্খ ভট্টাচার্য, রাজারহাট শিক্ষা নিকেতন বয়েজের প্রধান শিক্ষক বিদ্যুৎ ব্যানার্জি, বাগু সপ্তগ্রাম সর্বেশ্বর হাই স্কুলের প্রধান শিক্ষক সুব্রত দাস, ভাতেন্ডা আন্নাকালি স্মৃতি মন্দির গার্লসের প্রধান শিক্ষিকা শতরুপা দাস, সমাজসেবী রনজিত মন্ডল প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct