এম মেহেদি সানি, কলকাতা, আপনজন: পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগম আয়োজিত মিলন মেলা অনুষ্ঠিত হচ্ছে পার্ক সার্কাস ময়দানে। পশ্চিমবঙ্গের বিভিন্ন সম্প্রদায়ের নিজস্ব কুটির শিল্প, খাবারদাবার এবং সংস্কৃতির মেলবন্ধনের পাশাপাশি এই মেলার বিশেষ আকর্ষণ হস্তশিল্পের সমাহার, জব মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা, সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতা, স্বাস্থ্য পরীক্ষা শিবির, কেরিয়ার কাউন্সেলিং প্রভৃতি। শুক্রবার সন্ধ্যায় মিলন উৎসবের উদ্বোধন করেন রাজ্য সরকারের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আগামী ১৬ ই ফেব্রুয়ারি দুপুর ১২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে এই উৎসব। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগম সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের সাফল্যের শিখরে পৌঁছে দিতে সরকারি উদ্যোগে চাকরির প্রশিক্ষণ দেওয়া, ভার্চ্যুয়ালি নিয়মিত কেরিয়ার গাইডেন্স করা, উচ্চশিক্ষার জন্য ঋণ প্রদানের পাশাপাশি মিলন উৎসবে ‘কেরিয়ার কাউন্সেলিং’-এর ব্যবস্থা করে থাকে। এই সুবিধা পাওয়ার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-ছাত্রীরা উপস্থিত হন পার্ক সার্কাস ময়দানে মিলন উৎসবে। ‘কেরিয়ার কাউন্সেলিং’-এর জন্য মিলন মেলা প্রাঙ্গণে উপস্থিত থাকেন, আল-আমীন মিশন এ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন, আলিয়া বিশ্ববিদ্যালয়, অ্যাসোসিয়েশন স্ন্যাপ, স্যান্ডফোর্ড এ্যাকাডেমি সহ রাজ্যের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা।
মিলন মেলা প্রাঙ্গণে বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি আল-আমীন মিশনের স্টল রয়েছে, সংশ্লিষ্ট বিষয়ে আল-আমীন মিশনের সম্পাদক এম নুরুল ইসলাম বলেন, ‘মিশনের যে কার্যক্রম সেটা যাতে মিলন মেলায় আগত মানুষরা জানতে পারে সেজন্য আল-আমীন মিশন কর্তৃপক্ষের এই উদ্যোগ। পাশাপাশি এখান থেকে ছাত্র-ছাত্রীদের ক্যারিয়ার কাউন্সেলিং করা হয় এবং সমস্ত ধরনের স্কলারশিপ এর সুবিধা সম্পর্কে অবগত করা হয়। যেহেতু মিলনমেলায় আল-আমীনের প্রচুর শুভাকাঙ্ক্ষী এবং প্রাক্তনীরা আসেন, সবার কাছে আল-আমীনের সমস্ত তথ্য পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই স্টল।’ শনিবার মিলন মেলা প্রাঙ্গণে আল-আমীন মিশনের স্টলে উপস্থিত ছিলেন আল-আমীনের ক্যারিয়ার কাউন্সেলিং বিশেষজ্ঞ মোহ: মহসীন আলী। আপনজন প্রতিনিধিকে তিনি জানান, ‘এখানে অনেক শিক্ষার্থীরা আসে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশ করার পর দিশেহারা হয়ে পড়ে। আমরা সেই সমস্ত শিক্ষার্থীদের পারিবারিক, আর্থিক, এবং সামাজিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী শিক্ষা গ্রহণের পরামর্শ দিয়ে থাকি। পাশাপাশি নিট, সিভিল সার্ভিস সহ অনান্য শাখায় কম সময়ে কিভাবে প্রস্তুতি নিলে দ্রুত সফল হওয়া যায় সে-সম্পর্কেও সুপরামর্শ দেওয়া হয়। বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে প্রচুর কাজের সুযোগ রয়েছে, কিন্তু শিক্ষার্থীদের তা জানা না থাকার জন্য পথভ্রষ্ট হতে হচ্ছে। আমরা চাই সকলেই প্রতিষ্ঠিত হোক, সবার মুখে হাসি ফুটুক।’ উল্লেখ্য পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগম আয়োজিত মিলন মেলায় স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে, সেখানে যে সমস্ত স্বনামধন্য ডাক্তারবাবুরা রুগী দেখছেন তাঁরা সকলেই আল-আমীন মিশনের প্রাক্তনী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct