আপনজন ডেস্ক: দিল্লি পৌঁছেছেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। প্রায় তিন মাস পর দেশে ফিরেছেন লালু যাদব। মেসা ভারতী এবং প্রেমচাঁদ গুপ্ত বিমানবন্দরে উপস্থিত ছিলেন, মেসা ভারতী লোকদের লালু প্রসাদের কাছে না আসার জন্য আবেদন করছিলেন। লালুপ্রসাদ বেরিয়ে গিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে গাড়িতে উঠলেন। এসময় লালু প্রসাদ হাত নেড়ে মানুষের শুভেচ্ছা গ্রহণ করেন। মিসা ভারতী জানিয়েছেন, এখন লালু প্রসাদের স্বাস্থ্য ভালো আছে। শনিবার সিঙ্গাপুর বিমানবন্দর থেকে দিল্লি পৌঁছেছেন বাবা লালুর সঙ্গে রোহিণী আচার্য। এখান থেকে তিনি প্রতি মুহূর্তের আপডেট জনগণকে জানান। একই সঙ্গে কন্যা হিসেবে দায়িত্ব পালনের সময় লালুর বাবাকেও চিকিৎসকদের পরামর্শ কঠোরভাবে মেনে চলার অনুরোধ করা হয়েছে। লালু বর্তমানে তার বড় মেয়ে ও রাজ্যসভার সদস্য মিসা ভারতীর সঙ্গে দিল্লিতে থাকবেন। এর আগেও তিনি দিল্লিতে মেসা ভারতীর বাড়িতে অবস্থান করে অসুস্থতার কারণে চিকিৎসা নিচ্ছিলেন। লালুপ্রসাদ কখন দিল্লি থেকে পাটনা যাবেন সেদিকেই সবার নজর। লালু প্রসাদ যাদব ২০২২ সালের ডিসেম্বরে কিডনি প্রতিস্থাপন করেছিলেন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করা হয়। লালু প্রসাদের মেয়ে রোহিণী আচার্য তার বাবা লালু প্রসাদকে একটি কিডনি দান করেছেন। লালু যাদব তখন তার মেয়ে রোহিণী আচার্যের সঙ্গে সিঙ্গাপুরে অবস্থান করেন। রোহিণী আচার্য টুইট করেন লালু ১১ ফেব্রুয়ারি ভারতে ফিরছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct