আপনজন ডেস্ক: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহারের মাথাভাঙায় গিয়ে শনিবারএক জনসভায় মমতার সুরে ফের জানিয়ে দিলেন, কোনাওভাবেই বাংলা ভাগের প্রচেষ্টাকে মেনে নেওয়া হবে না। গত বিধানসভায় নির্বাচনে কোচবিহারে তৃণমূলের ভরাডুবি নিয়ে তিনি সেখানকার জনগণের কাছে ভুল স্বীকার করেন। এ নিয়ে তিনি বলেন, মানুষ তৃণমূল কংগ্রেসের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল দলের কয়েকজন মানুষের অপকর্মের জন্য। তাদের জন্যই তিনি ভুল স্বীকার করে মানুষের পাশে থাকার বার্তা দেন। এদিন বিজেপিকে তীব্র আক্রমণ করেন তৃণমূল যুবরাজ। ভিড় ঠাসা জনসভায় অভিভূত অভিষেক বলেন, ‘মাথাভাঙা থেকে মন্দিরবাজার, তুফানগঞ্জ থেকে তারকেশ্বর, শিতলকুচি-সিতাই থেকে সাগর-নামখানা— অখণ্ড বাংলার পক্ষে মানুষের জনসমর্থনের একটি দৃষ্টান্ত এই সমাবেশ।’ অভিষেক আরও বলেন, ‘উত্তরবঙ্গ-গৌঢ়বঙ্গ-দক্ষিণবঙ্গ-রাঢ়বঙ্গ বলে কিছু হয় না। কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দেগঙ্গা, একটাই বঙ্গ। তার নাম পশ্চিমবঙ্গ।’এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বাংলা ভাগে চরম বিরোধিতা করে বিজেপির সমালোচনা করেছিলেন। এবার কোচবিহারের মাথাভাঙা থেকে ফের একবার সেই ইস্যুতেই সরব হলেন তিনি। উল্লেখ্য, অতীতে বিজেপির রাজ্য নেতাদের একাংশ বার বার সরব হয়েছে উত্তরবঙ্গকে আলাদা করার দাবি নিয়ে সরব হয়েছে। এমনকি কেন্দ্রে দ্বারস্থ হয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct