আপনজন ডেস্ক: একটা বিষয় সবাই জানেন, যে স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা থাকে না, শুধু তারাই স্বামীদের সঙ্গে প্রতারণা করেন। তবে মিসৌরি স্টেট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এলিসিয়া ওয়াকার জানিয়েছেন, ঠিক উল্টোটাই। তথ্য-প্রমাণ হাজির করে ওয়াকার দাবী করেন, যে সব মহিলা স্বামীকে ভালোবাসেন আর বিবাহিত সম্পর্কও অটুট রাখতে চান, তারাই বেশিরভাগ স্বামীর সঙ্গে প্রতারণা করেন। ‘প্রতারক স্ত্রীর গোপন জীবন’নামক একটি বই লিখেছেন এই অধ্যাপক। তিনি এক বছর ধরে ২৪ থেকে ৬৫ বছর বয়সী ৫০ জন মহিলার সাক্ষাৎকার নেন। এছাড়া একটি ম্যারেড ডেটিং সাইটের ওপর গবেষণা চালিয়ে বহু মহিলাদের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি একটা জিনিষ উপলব্ধি করেন, যে সব মহিলা নিজের স্বামীর সঙ্গে প্রতারণা করেন, তারা বিয়ে নামের সম্পত্তিটি হাতছাড়া করতে চান না। তারা স্বামীকে ভালোবাসেন। তার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে চান। অন্য সঙ্গীর কাছে যেতে চান, শুধুমাত্র যৌনতার খোঁজে। অর্ধেকের বেশি মহিলা তাকে বলেছেন, তারা যৌনতাবিহীন বিয়ের সম্পর্কে আছেন। সেজন্যই স্বামীর সঙ্গে এ অবিশ্বস্ততা। ওয়াকারের আগ্রহ ছিল এ বিষয়টার ওপর। সাক্ষাৎকারের ভিত্তিতে তিনি জানতে পারেন, বয়স চল্লিশের আগেই মূলত বেশিরভাগ মহিলা অবিশ্বস্ত হয়ে যান। যারা স্বামীকে ভালোবাসি বলেন, অথচ তার সঙ্গে প্রতারণা করেন। তাদের মনোজগৎ উন্মুক্ত করতেই ওয়াকার গবেষণা করেন। গবেষণায় দেখেন, ওই বয়সে তারা প্রকাশে্য নতুন সঙ্গী খুঁজতে আগ্রহ হারিয়ে ফেলেন। তাই গোপন প্রণয় সারেন। বেশিরভাগ মহিলার এ আচরণ স্বতঃস্ফূর্ত পছন্দের নয়, এটা তাদের কাছে এক ধরনের প্রয়োজনীয়তা। গবেষণায় অংশ নেওয়া এক ৪৫ বছর বয়সী মহিলা গ্যাব্রিয়েল জানিয়েছিলেন, তিনি তার বিবাহিত জীবনের বেদনাদায়ক অধ্যায়গুলো আর নিতে পারছেন না। হাঁটুতে মুখ লুকিয়ে অনেক কেঁদেছেন। পরে সিদ্ধান্ত নেন, হয় প্রতারণা করবেন, নয় পালাবেন। অনেক মহিলা বলেছেন, অসুস্থতার কারণে তাদের স্বামী শারীরিকভাবে অক্ষম। কিন্তু তাদের যৌন চাহিদা পূরণ করা জরুরি এবং তারা তাদের বিবাহিত জীবনও ধ্বংস করতে চান না। সে কারণে, তারা প্রতারণাকে খারাপভাবে দেখছেন না। তবে একদল মহিলাদের দাবী, তারা ডেটিং সাইটে এসেছেন নিছক কৌতুহলে। তারা কোনওভাবে স্বামীকে ছেড়ে অন্য পুরুষের কাছে যাবেন না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct