আপনজন ডেস্ক: বলিউড অভিনেত্রী কাজলের শ্যাম বর্ণ রং, কালো ভ্রু আর একগাল হাসিতে মুগ্ধ তার ভক্তরা। বলিউডে ফর্সা সুন্দরী অভিনেত্রীদের ট্রেঞ্জ ভেঙে তিনিই নতুন বিপ্লব ঘটিয়েছিলেন। অনবদ্য অভিনয়ে আট থেকে আশির হৃদয়ে ঝড় তুলেছিলেন এই শ্যাম বর্ণ অভিনেত্রী। কিন্তু বর্তমানে তাকে দেখতে চেনার উপায় নেই। হঠাৎ করেই বদলে গিয়েছে তার গায়ের রং। কাজলের গায়ের তামাটে রঙ চলে গিয়েছে। তিনি এখন বলিউডের অন্যান্যদের মতো সাদা চামড়ায় পড়িণত হয়েছেন। হঠাৎ করে কোন যাদুতে তিনি এতটাই বদলে গেলেন? সম্প্রতি সেই প্রশ্নের মুখে পড়ে বলিউডের 'সিমরান' সোশ্যাল মিডিয়ায় দারুণ জবাব দিলেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন কাজল। এতে দেখা যায় কালো মাস্কে মুখ ঢাকা কাজলের। তার উপরই সানগ্লাস পরে দাঁড়িয়ে রয়েছেন, পরনে নীল টি-শার্ট। দোকানের মধ্যে তোলা সেই ছবির ওপর অভিনেত্রী লিখেছেন, ‘তাদের জন্য, যারা প্রতিদিন জিজ্ঞাসা করেন কীভাবে এত ফরসা হলাম। এইভাবে ফরসা হয়েছি।’তার দাবী, তিনি এখন সূর্যের রোদ থেকে পুরোপুরি নিজেকে দূরে রাখতে পারছেন। সে কারণে তার ত্বকও অনেক সুরক্ষিত। আগে রোদের মধ্যেই তিনি নাকি বেপরোয়া হয়ে ঘুরতেন। তাই ত্বক কালো হয়ে গিয়েছিল। ১৯৯৮ সালে ‘কুছ কুছ হোতা হ্যায়, তার আগে 'দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ছবিতে অভিনয়ের সময়ও গায়ের রং শ্যাম বর্ণ ছিল কাজলের। তবে ২০০৬ সালে ‘ফানা'য় দেখা যায়, কাজলের গায়ের রং অনেকটাই বদেলে গেছে। এই মুহূর্তে তিনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন।কাজল নিজের ভক্তদের উদ্দেশ্যে বলেন, 'আমি আগে রোদে শুট করতাম। তাই ট্যানড হয়ে যেতাম। এখন গায়ে সেভাবে রোদ লাগাই না। তাই রং ফিরে এসেছে।' যদিও কাজলের এই জবাবে সন্তুষ্ট হতে পারেনি নেটিজেনরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct