নাজমুস সাহাদাত, মালদা, আপনজন: মালদহের মোথাবাড়ির প্রত্যন্ত এলাকা বাঙ্গীটোলায় এক উন্নতমানের শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্স একাডেমি। আধুনিক শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া গঙ্গার ধারে অসংখ্য গ্রাম ও মানুষের বসবাস। কালিয়াচক ২নং ব্লকের বাঙ্গীটোলা অঞ্চলের পাশেই আকন্দবাড়িয়া গ্রামে দীর্ঘদিন ধরে অর্থাৎ ২০০৪ সাল থেকে রাউফিয়া ইসলামিয়া জুঃ মাদ্রাসা নামে এক শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পঠনপাঠন এর মাধ্যমে বহু ছাত্রছাত্রী পড়াশোনা করে তারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে বা হচ্ছে। জানা যায়, রাজ্যের বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষাব্রতী মোস্তাক হোসেন তাঁর আর্থিক অনুদানে ১০ বিঘা জমির উপরে স্কলার্স অ্যাক্যাডেমি শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিং নির্মাণ হয়েছে যেখানে ক্লাসরুম ও হোস্টেল ছাড়াও ক্যান্টিন এর কাজ চলছে।
শিক্ষাপ্রতিষ্ঠান এর প্রতিষ্ঠাতা ও সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম জানান, আমরা দীর্ঘ ১৯ বছর ধরে রাউফিয়া ইসলামিয়া জুঃ মাদ্রাসায় নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা চালিয়েছি। তবে ২০২১ শে আমাদের আধুনিক প্রযুক্তির শিক্ষাব্যবস্থার সাথে শিক্ষাপ্রতিষ্ঠান ও পড়াশোনার প্রতি গুরুত্ব দিয়ে নতুনভাবে পথচলা শুরু স্কলার্স অ্যাক্যাডেমি নামে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের। যেখানে নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত পঠনপাঠন দেওয়া হয়। তিনি আরও বলেন, আমাদের এই স্কলার্স অ্যাক্যাডেমিতে চলতি বছরে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৮৫০ শত এবং এই প্রতিষ্ঠানে ৫৮ জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। তাদের মধ্যে অনেকেই বিশেষ বিষয় ভিত্তিক স্নাতকোত্তর বি.এড. ও অনেকেই রয়েছেন গ্রাজুয়েশন ডি.এলএড., বি.এড. এছাড়াও বিভিন্ন বিষয়ের অভিজ্ঞ সম্পন্ন শিক্ষক শিক্ষিকা দ্বারা পঠনপাঠন হয়। আমাদের উদ্দেশ্য সামাজিক, মানবিক, দেশের সম্পদ ও সুনাগরিক তৈরি করা। এদিন বাঙ্গীটোলা স্কলার্স অ্যাক্যাডেমি বিদ্যালয়ের এই বছরের মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের বিদায়ী সম্বর্ধনা অনুষ্ঠান এর আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠান কোরান তেলাওয়াতের মাধ্যমে শুভারম্ভ করা হয়। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। কবিতা আবৃতি, তাৎক্ষণিক বক্তব্য ও স্কুলের পক্ষ থেকে বিদায়ী ছাত্র ছাত্রীদের বিশেষ উপহার তাদের হাতে তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , স্কলার্স একাডেমীর প্রতিষ্ঠাতা ও সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান শিক্ষক সাইদ আহমেদ, ইসতিয়াক হোসেন, শিক্ষক রেজাউল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। বিদায়ী ছাত্রছাত্রী ও সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আগামী উজ্জ্বল ভবিষ্যত কামণা করে দোয়া করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct