নিজস্ব প্রতিবেদক, নেতড়া, আপনজন: শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। বিশেষ করে যেসব শিশু পড়ুয়া আবাসিক স্কুলে পড়ে তাদের প্রতি স্কুলও সেখানকার শিক্ষকদের বিশেষ স্নেহ থাকে। এর পাশাপাশি শিশুদিরে প্রতি তাদের মায়েদেরও যত্নশীল হওয়া দরকার। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার নেতড়ার লাব্বাইক মিশনে এক অনুষ্ঠানে এ কথা বলেন বিমিষ্ট শিক্সাবিদ তথা নলেজ সিটি-র রূপকার ড. আব্দুর রব। এদিন মিশন প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয় ।
এই সভায় আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত পরিবেশ ও শিক্ষাবিদ নলেজ সিটির রূপকার ড. আব্দুর রব প্রধান অতিথির ভাষণে আরও বলেন, একটা বাচ্চা স্কুলে সময় কাটায় ৪ থেকে ৫ ঘন্টা। কিন্তু সে মায়ের কাছে থাকে ১৮ থেকে ১৯ ঘন্টা। তাই স্কুলের পরিবেশের সাথে সাথে বাড়ির পরিবেশে মাকে যত্নশীল হতে হবে। তাহলে সেই শিশুটির ভবিষ্যৎ আগামী দিনে উজ্জ্বল হয়ে উঠবে। লাব্বাইক মিশন সম্পাদক আজিজুল হক জানান, পিছিয়ে পড়া এলাকায় শিক্ষা প্রসারে পথ চলা শুরু হয় ১৯৯৮ সালে। অনেক প্রতিভার আঁতুড় ঘর এই মিশন। এই মিশন থেকে পাশ করে যাওয়া শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা অর্জন করে প্রতিষ্ঠা পেয়েছে। হতদরিদ্র পরিবারের শিশুরা এখানে বিকশিত হচ্ছে। শিক্ষা প্রসারের পাশাপাশি সংস্কৃতি ও ঐতিহ্য চেতনায় বাংলার রেনেসাঁ প্রকাশ হয়ে আসছে দীর্ঘ ৩৪ বছর। সারাদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, কেরাত,গজল, বিষয় ভিত্তিক আলোচনা সভা ও নাটক অনুষ্ঠিত হয়। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষারত্ন নুর নবী জমাদার, সাহিত্যিক ইনসুর আলী, সমাজসেবী শাহাবুদ্দিন মিস্ত্রি,শাজাহান লস্কর, সমাজসেবী নাসির উদ্দিন সাফুই, আব্দুল আলিম মোল্লা , সেখ ইউনুস, শিক্ষক নাসির উদ্দিন, জালাল উদ্দিন খান। সঞ্চালনা করেন শিক্ষক সরিফুল ও সামিউল হক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct