সাদ্দাম হোসেন মিদ্দে, জয়নগর, আপনজন: দানাশস্য হিসাবে সূর্যমুখী ফুল ও ভুট্টা চাষে বিশেষ জোর দিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর ২ নম্বর ব্লক প্রশাসন। ব্লক কৃষি দফতর ও এগ্রিকালচারাল টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সি এটিএমএ ব্লকের কৃষক বন্ধুদের উৎসাহ প্রদান করছে। মূলত জয়নগর ২ নম্বর ব্লক এলাকায় দানাশস্য হিসাবে ধান চাষ করা হতো। নতুন করে যুক্ত হয়েছে সূর্যমুখী ও ভুট্টা। ব্লক প্রশাসন সূত্রে খবর পাইলট প্রজেক্ট হিসেবে দানাশস্য দুটির চাষ শুরু করা হয়েছে। বিনা কর্ষণে চাষের পদ্ধতি অবলম্বন করে নূন্যতম উৎপাদন খরচের চাষ করা হচ্ছে। ব্লকের চুপড়িঝাড়া মৌজায় মঙ্গলবার জেলা ও ব্লক কৃষি দফতর আধিকারিকদের এক প্রতিনিধি দল সূর্যমুখী ও ভুট্টা ক্ষেতের জমি পরিদর্শন করেন। কৃষক বন্ধুদের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা। এই চাষে কৃষকরা লাভবান হবেন এবং উৎসাহ পাবেন বলে আশাবাদী কৃষি আধিকারিকরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct