রঙ্গিলা খাতুন, কান্দি, আপনজন: ধর্মীয় জলসা দেখে টোটো গাড়িতে বাড়ি ফেরার পথে লরির সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল টোটো চালকের। ঘটনায় আহত হলেন টোটোর আরও পাঁচজন যাত্রী। বৃহস্পতিবার গভীর রাতে কান্দি বহরমপুর রাজ্য সড়কের উপর কান্দি থানার মনোহরপুর গ্রামের কাছে ঘটনাটি ঘটে। অপরদিকে ঘটনার পর ঘাতক লরি পালিয়ে যায়। ঘটনায় আহতরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে সকলকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। ওখানেই ডাক্তার দেখে একজনকে মৃত ঘোষণা করে এবং পাঁচ জন টোটোর যাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করে। পুলিশ জানিয়েছে, “ মৃত টোটো চালকের নাম এরফান সেখ (৬৮)। বাড়ি কান্দি থানার পুরন্দরপুর গ্রামে। ঘটনায় পাঁচ জন টোটো যাত্রী চিকিৎসাধীন রয়েছেন কান্দি মহকুমা হাসপাতালে ও মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘাতক লরি পলাতক। তবে খোঁজখবর শুরু করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ আহতদের কাছে জানতে পেরেছে, “ বৃহস্পতিবার রাতে খড়গ্রাম থানার মারগ্রামে একটি ধর্মীয় জালসা অনুষ্ঠান ছিল। সেখানে পুরন্দরপুর থেকে একটি টোটো ভাড়া করে যোগদান করার উদ্দেশ্যে গেছিলেন টোটো চালকসহ মোট ছজন গ্রামবাসী। গভীর রাতে জালসা দেখে বাড়ি ফেরার পথে মনোহরপুর গ্রামের কাছে একটি লরি টোটোর পিছন দিকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনায় টোটো উল্টে চাপা পড়ে যায় টোটো চালক এবং যাত্রীরা এদিক ওদিক ছিটকে পড়ে। আমরা লরির খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছি।”
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct