অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: ভাতা বৃদ্ধি, আবাস যোজনায় ঘর, শিক্ষাগত মান অনুযায়ী নিয়োগের দাবি সহ অন্যান্য সুযোগ-সুবিধার দাবিতে জেলা শাসকের দ্বারস্থ হলেন দক্ষিণ দিনাজপুর প্রতিবন্ধী কল্যাণ সমিতি। এদিন বালুরঘাট শহরে মিছিল করে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে এসে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। পাশাপাশি আঠেরো দফা দাবি নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরে ডেপুটেশন দেন তাঁরা। আন্দোলনকারীদের দাবি, সকল প্রতিবন্ধীদের প্রতিবন্ধী কার্ড দিতে হবে এবং যে সমস্ত প্রতিবন্ধীরা মাসে হাজার টাকা ভাতা পান তাদের সরকারি ভাতা বৃদ্ধি করে, ন্যূনতম তিন হাজার টাকা করতে হবে। এছাড়াও আবাস যোজনা ঘর দেওয়া এবং চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি ১০০ দিনের কাজে প্রতিবন্ধীদের সুযোগ দিতে হবে। এবিষয়ে আরমিনা খাতুন বিবি নামে এক আন্দোলনকারী জানান, ‘আমরা গরীব মানুষ! মাথা গোজার মতো জায়গা নেই আমাদের। আবাস যোজনার ঘর পাওয়া থেকেও আমরা বঞ্চিত। এমনকি গাড়িতে যাতায়াতের ক্ষেত্রেও আমরা অনেক ক্ষেত্রেই সুযোগ সুবিধা পাই না।’ এবিষয়ে প্রতিবন্ধী কল্যাণ সমিতির জেলা সভাপতি আপন রায় বলেন, ‘আমরা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। ১০০০ টাকায় ভাতায় আমাদের কিছু হয় না। ন্যূনতম সেই ভাতা বাড়িয়ে ৩০০০ টাকা করতে হবে। বিদ্যুতের বিলেরও ছার আমরা পাচ্ছি না। আমাদের দাবি মানা না হলে,আগামী দিনে আমরা আরো গুরুত্বপূর্ণ আন্দোলনের শামিল হব।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct