রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: ভিনরাজ্যে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বাস থেকে পরে গিয়ে প্রাণ হারালেন মুর্শিদাবাদের সুতি থানা এলাকার এক শ্রমিক। মৃত্যু সংবাদ বাড়িতে পৌঁছাতেই কান্নার রোল পড়েছে পরিবারে। মৃত ওই শ্রমিকের নাম সামিরুল ইসলাম(৩৮)। তার বাড়ি মুর্শিদাবাদের সুতি থানার মদনা গ্রামে। মাস দুয়েক আগে বাড়ি থেকে রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে এলাকার শ্রমিকের মৃত্যুতে শোকাচ্ছন্ন গোটা গ্রাম। জানা গিয়েছে, সুতি থানার মদনা গ্রামের যুবক সামিরুল ইসলাম। বাড়িতে স্ত্রী, এক ছেলে এবং কন্যা সন্তান রয়েছে।
দীর্ঘদিন এলাকাতেই কাজ করলেও মাস দুয়েক আগে আর্থিক অনটনে তামিলনাড়ুর কোটাগিরিতে রাজমিস্ত্রি কাজ করতে গিয়েছিলেন তিনি। সামনে রোজা ঈদেই বাড়ি ফেরার কথা ছিলো সামিরুল ইসলামের। অন্যান্য দিনের মতো মঙ্গলবারও রাজমিস্ত্রি কাজ করতে যাবার জন্য বাসে চেপেছিলেন তিনি। কিন্তু অসাবধানতাবশত বাসের দরজা থেকে নীচে পড়ে যান সুতির ওই শ্রমিক। গুরুতর জখম অবস্থায় তার সহকর্মীরা স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে রাজমিস্ত্রি কাজ করতে গিয়ে পরিবারের কর্তার আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছেন স্ত্রী পলি খাতুন ও তার দুই সন্তান। পরিবার জুড়ে কান্নার রোল পড়েছে। দেহ ময়নাতদন্ত সম্পন্ন হলেই বাড়ি নিয়ে আসা হবে বলেই জানিয়েছেন পরিবারের সদস্যরা। ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বাড়ির একমাত্র রোজগারে কর্তার মৃত্যুতে কিভাবে সংসার চলবে তা নিয়ে কার্যত দুশ্চিন্তায় পরিবার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct