এম মেহেদি সানি, কলকাতা, আপনজন: পশ্চিমবঙ্গ সিংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের উদ্যোগে উৎসব ২০২৩ মহাসাড়ম্বরে শুভারম্ভ হল পার্ক সার্কাস ময়দানে। চলতি মাসের ১০-১৬ ই ফেব্রুয়ারি দুপুর ১২ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে এই উৎসব। শুক্রবার সন্ধ্যায় উক্ত অনুষ্ঠানের সূচনা অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্য সরকারের পৌর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী মোঃ গোলাম রব্বানী, মন্ত্রী জাভেদ আহমেদ খান, সাংসদ নাদিমুল হক, মন্ত্রী বিপ্লব মিত্র, বাবুল সুপ্রিয়, প্রাক্তন সাংসদ আহমেদ হাসান ইমরান, সংখ্যালঘু দপ্তরের প্রধান সচিব মো গোলাম আলী আনসারী, উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ,বিশেষ সচিব সাকিল আহমেদ, পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগম-এর ম্যানেজিং ডিরেক্টর মৃগাঙ্ক বিশ্বাস, মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ডঃ আবু তাহের কামরুদ্দিন, মন্ত্রী গোলাম রব্বানীর একান্ত সচিব জুলফিকার হাসান, অরুণজ্যোতি ভিক্ষু, বচ্চন সিং, নওসাদ আলম প্রমুখ। এদিনের অনুষ্ঠানে মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন কেন্দ্রে শত বঞ্চনার মধ্যেও রাজ্যে উন্নয়নের ধারা অব্যাহত। দেশের মধ্যে উজ্জ্বল স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। আর তা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে। এ নিয়ে ফিরহাদ বলেন, আগে রাজ্যে সংখ্যালঘুদের উন্নয়নে বছরে মাত্র ৫০০ কোটি টাকা দিয়ে বলা হত উন্নয়নের জোয়ার। কিন্তু এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সংখ্যালঘুদের সার্বিক উন্নয়নে ৫০০৮ কোটি টাকা বরাদ্দ করেন বছরে, যার রেকর্ড। আর তার জন্য রাজ্যের সংখ্যালঘুরা সাফল্য পাচ্ছে।
সংখ্যালঘু ছাত্রছাত্রীদের বৃত্তি দেওয়া প্রসঙ্গে ফিরহাদ বলেন, বাম আমলে ৩-৪ লক্ষ পড়ুয়াকে বৃত্তি দেওয়া হত, আর এখন তা ৪৩ লক্ষকে দেওয়া হচ্ছে। রাজ্যের শিক্ষা উন্নয়নে মমতার অবদানের কথা তুলে ধরে ফিরহাদ বলেন, তৃণমূল সরকার যখন রাজ্যে ক্ষমতায় আসে তখন এ রাজ্যে ডাক্তারি পড়ার জন্য রাজ্যে মাত্র ৮০০ আসন ছিল। আর তাতে মাত্র ৫০জন সংখ্যালঘু ছাত্রছাত্রী সুযোগ পেত। আর এখন রাজ্যে মেডিক্যাল সিট ৪৯০০। আর সেখানে রাজ্যের সংখ্যালঘুরা অল ইন্ডিয়অ নিট পরীক্ষার মাধ্যমে প্রায় ৫০ শতাংশ সুযোগ পাচ্ছে। আর এটাই হচ্ছে রাজ্যে সংখ্যালঘুদের উন্নয়ন। এই মিলন মেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন সম্প্রদায়ের নিজস্ব কুটির শিল্প, খাবারদাবার এবং সংস্কৃতির মেলবন্ধনে নানা স্টল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার মধ্যে অন্যতম হল হস্তশিল্প, জব মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা, সাইবার সিকিউরিটি, স্বাস্থ্য পরীক্ষা শিবির, কেরিয়ার কাউন্সেলিং প্রভৃতি।পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনস্থ পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন বিত্ত নিগমের তত্ত্বাবধানে বেশ কয়েকবছর ধরে সংখ্যালঘু ছেলেমেয়েদের চাকরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাদের মধ্যে বেশ কয়েকজন সফল ছাত্র ছত্রীদের এদিন বিশেষ ভাবে সংবর্ধনা দেওয়া হয়। এই সব সফল কৃতীরা হলেন মোহাম্মদ গোলাম গওয়াস (WBCS), নবীরুল ইসলাম (WBCS), মোহাম্মদ শরিফুল ইসলাম (WBCS), জাভেদ মুস্তাক (WBAAS), মাসুদ রানা সরদার (সাব ইন্সপেক্টর)।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct