মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: বর্ধমানের বিখ্যাত ব্যক্তিত্ব রাখাল সিংহ যিনি যাত্রা সম্রাট নামে বিখ্যাত। সেই রাখাল সিংহের নাতনি বর্ধমানের আলমগঞ্জের ইনা সিংহ টেট পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান দখল করলেন। জেনারেটর ব্যবসায়ী অসুস্থ দেবাশীষ সিংহ এর কন্যা ইনা সিংহ। মা কাকলি সিংহের অনুপ্রেরণায় অদম্য জেদে পড়াশোনা করা ইনা সিংহ ২০২২ সালে টেট পরীক্ষা দিয়েছিলেন। ইনা ভাবতেই পারেনি সে রাজ্যে টেট পরীক্ষায় প্রথম স্থান অধিকার করবেন। কেন্দ্রীয় টেট পরীক্ষায়ও তিনি ভালো রেজাল্ট করেছে। হঠাৎই তিনি জানতে পারেন টেট পরীক্ষায় রাজ্যে প্রথম হয়েছেন। তার বাড়িতে সাংবাদিক সহ অনেক বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি তাকে তার পরিবারকে আনন্দিত করে তোলে। সমস্ত সাফল্যের পিছনে তার মায়ের অবদানের কথাই ইনা সিংহ জানান। টেট নিয়ে অনেক নেগেটিভ প্রশ্ন করা হলে অনেক বুদ্ধিমত্তার সঙ্গে তার প্রশ্নের উত্তর দেন। কোনরকম বিতর্ক যেন তাকে জড়াতে না পারে সেদিকে সদা সতর্ক ছিলেনএবং তার পরিবারের। বড় হয়ে ডব্লুবিসিএস অফিসার হতে চান। ইনার সাফল্যে গর্বিত গোটা বর্ধমান। আবারো ইনা প্রমাণ করলেন কোন প্রতিবন্ধকতায় কাউকে দমানো যায় না। আন্তরিক চেষ্টা পরিশ্রম থাকলে তাকে আটকাতে পারবে না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct