আপনজন ডেস্ক: কেন্দ্রীয় সরকারের তরফে এ বছর হজের খরচ ৫০ হাজার টাকা কমানোর ইঙ্গিত দেওয়ার পর অবশেষে ২০২৩-এ হজে যাওয়ার অনলাইন আবেদন পূরণ শুরু হল শুক্রবার। হজ কমিটি অফ ইন্ডিয়া হজে যাওয়ার অনলাইন ফর্ম পূরণ শুরু করার কথা শুক্রবার জানান কেন্দ্রীয় হজ কমিটির সিইও ইয়াকুব শেখ। তিনি বলেন, শুক্রবার থেকে ২০২৩ সালে হজে যাওয়ার জন্য অনলাইন ফর্ম পূরণ করতে পারবেন ইচ্ছুক হজযাত্রীরা। তিনি জানান, অনলাইনে ফরম পূরণে যাতে জনগণকে সমস্যায় পড়তে না হয়, হজ ফরম সংক্রান্ত যাবতীয় তথ্য মোবাইল ফোনে দেওয়া হয়, যাতে কারও কম্পিউটার না থাকলে তিনিও মোবাইল ফোন থেকে আবেদনপত্র পূরণ করতে পারেন।
তিনি আরও বলেন, এবার হজযাত্রীদের সুবিধা দেওয়া হয়েছে যে তাদের সুবিধা অনুযায়ী উড়ান পয়েন্ট থেকে পাঠানো হবে। হজের জন্য ২৫টি উড়ান পয়েন্ট করা হয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার হল এবার হজযাত্রীদের বয়সসীমাও তুলে দেওয়া হয়েছে। গত বছর েজে যাওয়ার বয়সসীমা ছিল ৬০ বছর। শিশু ও প্রতিবন্ধীদের প্রতি বিশেষ যত্ন নেওয়া হচ্ছে ও তাদের বিশেষ সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় হজ কমিটি। এর জন্য প্রতিটি রাজ্যের হজ কমিটি থেকে একজন করে আধিকারিককে বোর হজে যাঠানো হবে হজযাত্রীদের সঙ্গে। কিন্তু ভ্যাকসিন সবার জন্য অপরিহার্য করা হয়েছে। সরকার হজ কমিটির জন্য ৮০ শতাংশ কোটা বরাদ্দ করেছে। এর আগে এবার ১৭৫ হাজার ২৫ জন হজযাত্রীকে হজে পাঠানো হবে বলে জানা গেছে।আমি আপনাকে বলে রাখি যে হজ নীতি বিলম্বিত হওয়ার কারণে, এখন হজ কমিটির অনেক দায়িত্ব রয়েছে এবং সময় কম, তাই এই বছরটি ভারতের হজ কমিটির জন্য চ্যালেঞ্জের চেয়ে কম নয়। তারা তাদের দায়িত্ব পুরোপুরিভাবে পালন করছে এবং তীর্থযাত্রীদের যাতে কোনো ধরনের সমস্যায় পড়তে না হয় সেজন্য সম্ভাব্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct