আপনজন ডেস্ক: রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়ে একের পর এক মামলা নিয়ে যখন কলকাতা হাইকোর্টে চলছে মামলা, সেই পরিস্থিতির মধ্যে ২০২২-এর প্রাথমিক নিয়োগের টেটের ফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। সঙ্গে সঙ্গে মতো প্রথম দশের মেধা তালিকা প্রকাশ করা হল শুক্রবার। এই প্রথম দশের মেধা তালিকায় জায়গা করে নিয়েছেন ১৭৭ জন পরীক্ষার্থী। দ্বিতীয় ও তৃতীয় স্থানে ৪ জন করে মোট ৮ জন প্রার্থী রয়েছেন। সর্বোচ্চ নম্বর পেয়ে টেটে প্রথম স্থান অধিকার করেছেন পূর্ব বর্ধমানের আলমগঞ্জের বাসিন্দা ইনা সিংহ। প্রাথমিক পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল সাংবাদিক সম্মেলনে জানান, ১৫০ নম্বরের পরীক্ষায় ইনা পেয়েছেন ১৩৩ নম্বর। টেটে দ্বিতীয় স্থানে রয়েছেন চার জন। তারা ১৫০ নম্বরের পরীক্ষায় পেয়েছেন ১৩২। দ্বিতীয় স্থানে থাকা কৃতীরা হলেন, হুগলির মৌনিসা কুণ্ডু, পশ্চিম মেদিনীপুরের মেঘনা চক্রবর্তী, ওই জেলারই দীপিকা রায় এবং পূর্ব বর্ধমানের অদিতি মজুমদার। এবারের টেটে প্রথম পাঁচ জন স্থানাধিকারী হলেন মহিলা।
গৌতম পাল আরও জানান, টেটে তৃতীয় হয়েছেন চার জন। তাদের প্রাপ্ত নম্বর ১৩১ নম্বর। তারা হলেন, মেহেদি হাসান, বিকাশ ভক্ত, মনামি অধিকারী এবং প্রহ্লাদ মণ্ডল। উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর প্রাথমিক টেট হয়েছিল। টেট দুর্নীতির অভিযোগ ঘিরে যখন উত্তাল রাজ্য, তখন স্বল্প সময়ে টেটের ফল প্রকাশ করে বিতর্ক এড়িয়ে সাহসী পদক্ষেপ নিলেন প্রাথমিক পর্ষদ সভাপতি গৌতম পাল। টেট দুর্নীতির অভিযোগ চরমে ওঠার সময় গৌতম পালকে পর্ষদ সভাপতি করায় কলকাতা হাইকোর্ট তার উপর আস্থা রেখেছি। ক্রম তালিকা প্রকাশ করে টেট নিয়ে স্বচ্ছতা দেখালেন গৌতম পাল, এমনটাই অভিমত শিক্ষা মহলের। এবারের টেটে বসেছিলেন ৬ লক্ষ ১৯ হাজার ১০২ জন। মোট ১৫০ নম্বরে পরীক্ষা হয়েছিল। পর্ষদ জানিয়ে দিয়েছিল, ৬০ শতাংশ নম্বর পেলে অর্থাৎ ৯০ পেলেই পরীক্ষার্থীদের টেট পাশের সার্টিফিকেট দেওয়া হবে। সেই নিয়ম অনুযায়ী টেটে পাশ করলেন ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন। মহিলাদের পাশের হার ৪৬.১২১ শতাংশ। পুরুষদের পাশের হার ৫৩.৮৭৫ শতাংশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct