আপনজন ডেস্ক: শুক্রবার প্রাথমিক টেটের ফল প্রকাশের পর যখন স্বচ্ছতার পক্ষে অনেকটাই সওয়াল জোরদার হল, তখন স্কুল সার্ভিস কমিশনের জন্য খারাপ খবর শোনাল কলকাতা হাইকোর্ট। শুক্রবার বেআইনিভাবে নিয়োগের জেরে ১,৯১১ জন গ্রুপ–ডি কর্মীর চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।েএর ফলে রাজ্যের স্কুলে গ্রুপ ডি পদে চাকরি হারালেন ১ হাজার ৯১১ জন। শুক্রবারই গ্রুপ ডি পদে ১ হাজার ৯১১ জনের সুপারিশ পত্র প্রত্যাহার করে বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিরা্দেশকে মান্যতা দিয়ে পদক্ষেপ গ্রহণ করল এসএসসি। এর আগে দুপুর ১২টার মধ্যে কমিশনকে হলফনামা জমার নির্দেশ দিয়েছিল আদালত। হলফনামা জমার ৫ মিনিটের মধ্যে তা আপলোডের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
অবশেষে, বেনিয়ম করে রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে চাকরি পাওয়া গ্রুপ ডি-র ১৯১১ জনের চাকরি বাতিল করল এসএসসি। ২ হাজার ৫২০ জনকে গ্রুপ–ডি কর্মী হিসেবে নিয়োগের নির্দেশও আজ দিয়েছে কলকাতা হাইকোর্ট।এছাড়া অনিয়মের জন্য যে শূন্যপদ তৈরি হয়েছে সেখানেই নিয়োগের কথা বলেছে কলকাতা হাইকোর্ট। তিন সপ্তাহের মধ্যে এই ইন্টারভিউ করে সুপারিশ করার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৬ মার্চের মধ্যে এই নিয়োগ শেষ করতে হবে। ১৩ মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে। এর আগে বৃহস্পতিবারই এসএসসির আইনজীবীকে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ‘আপনারাই যখন বলছেন ২৮১৯ জনের ওএমআর শিট কারচুপিতে সন্দেহ নেই, তখন প্রয়োজনীয় পদক্ষেপ করুন। প্রথমে আলাদা ভাবে এই প্রার্থীদের নাম কমিশনের সাইটে আবারও প্রকাশ করুন। তার পর তাঁদের নিয়োগ বাতিল করুন।’ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশের পরেই আজ কড়া পদক্ষেপ করল এসএসসি। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই আজ বাতিল হল বেনিয়ম করে গ্রুপ ডি পদে চাকরি করা ১৯১১ জনের সুপারিশপত্র। প্রত্যেকের বেতন বন্ধের নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এরই পাশাপাশি চাকরি যাওয়া ১৯১১ জনের জায়গায় এবার ওয়েটিং লিস্টে থাকা ১৯১১ জন যোগ্য প্রার্থীর নামের তালিকা প্রকাশের নির্দেশ বিচারপতির। ২৪ ঘণ্টার মধ্যে যোগ্যদের নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ বিতারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। এক্ষেত্রে যোগ্যদের নিয়োগের জন্য এসএসসি-কে ৩ সপ্তাহ প্রাথমিক সময় দিয়েছেন বিচারপতি। তবে প্রয়োজনে সেই সময় আরও বাড়ানো হতে পারে। এরই পাশাপাশি চাকরি বাতিল হওয়া ১৯১১ জনকে প্রয়োজনে হেফাজতে নিয়েও সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জানিয়েছেন বিচারপতি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct