সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের আগেই তৃণমূলের গোষ্ঠীকোন্দলে উত্তাল জেলার তালডাংরা ব্লকের আমডাংরা এলাকায়। তৃণমূল মনোনীত পঞ্চায়েত সদস্যকে মারধোর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ বিজেপি থেকে আসা নতুন তৃণমূল অঞ্চল কমিটির সদস্যদের বিরুদ্ধে বলে অভিযোগ। তালডাংরা থানায় এবিষয়ে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে বলে জানান আমডাংরা গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর সাংসদের তৃণমূল মনোনীত সদস্য উদয়ভানু কুন্ডু।প্রসঙ্গত বুধবার দুপুর নাগাদ আমডাংরার সাবড়াকোন বাজারে পঞ্চায়েত সদস্য উদয়ভানু কুন্ডু কৃষিকাজের জন্য রাসায়নিক সার নিতে আসে সেই সময় পঞ্চায়েত সদস্যকে বেধড়ক মারধোর করে তার পকেটে থাকা টাকা ছিনিয়ে নেয় তৃণমূলের সম্প্রতি তৈরী হওয়া আমডাংরা অঞ্চল কমিটির সাথে যুক্ত একাধিক তৃণমূল কর্মীরাই, এমনটাই দাবি করেন উদয়ভানু কুন্ডু। তিনি আরো বলেন তাকে পঞ্চায়েত সদস্যপদ থেকে পদত্যাগ করার জন্য তাদের পক্ষ থেকে বার বার হুমকি দেওয়া হচ্ছে। অন্যদিকে তিনি আরো বর্তমান আমডাংরা অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি এবং বিজেপি থেকে তৃণমূলে আসা বিষ্ণুপুরের বিধায়কের মদতেই এই ঘটনা ঘটে চলছে। এটা তৃণমূলেরই গোষ্ঠী দ্বন্দ্ব বলে কার্যত শিকার করে নেয় অভিযোগকারী উদয়ভানু মন্ডল। অন্যদিকে আমডাংরা অঞ্চল কংগ্রেসের সভাপতি প্রদীপ পরিহার জানান বিষয়টি একেবারেই মিথ্যা অভিযোগ। যাদের নামে বিজেপি থেকে আসা বলে দাবি করা হচ্ছে তারা সকলেই তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূল করে আসছে। এবং শুধুমাত্র কুৎসা রটানোর জন্য এই চেষ্টা অন্য আর কিছু না। অন্যদিকে আমডাংরা অঞ্চলে তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই বলে দাবি বর্তমান আমডাংরা অঞ্চল সভাপতি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct