আপনজন ডেস্ক: উত্তর কোরিয়ায় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের (আইসিবিএম) এমন এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে যা এযাবৎ কালের মধ্যে সেদেশটিতে সর্ববৃহৎ। বিশ্লেষকদের অনেকে বলছেন, এসব ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ছুঁড়ে দিতে পারে। বুধবার(৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই সামরিক কুচকাওয়াজের সময় এক ডজনের মতো দীর্ঘ পাল্লার মিসাইল প্রদর্শন করা হয়েছে। খবর বিবিসি। উত্তর কোরিয়ার নেতা কিম জং-আন তার কন্যাকে সাথে নিয়ে মধ্যরাতে আয়োজিত এই প্যারেড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কিম জু-আয় যে তার পিতার উত্তরসূরি হতে পারেন, কুচকাওয়াজে তার উপস্থিতি এই জল্পনাকে আরও উস্কে দিয়েছে। প্যারেডে প্রদর্শিত দীর্ঘ-পাল্লার মিসাইলের সংখ্যা পশ্চিমা দেশগুলোকে উদ্বিগ্ন করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন এত ব্যাপক সংখ্যক আইসিবিএম, যা তাত্ত্বিকভাবে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত করতে পারে, এর প্রত্যেকটি একাধিক যুদ্ধাস্ত্র বহন করলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে।
কী ধরনের ক্ষেপণাস্ত্র:
এসব মিসাইলের ব্যাপারে উত্তর কোরিয়ার সংবাদ মাধ্যমে বিস্তারিত কিছু বলা হয়নি। কিন্তু তারা বলছে এসব অস্ত্রের প্রদর্শনী থেকে “যুদ্ধ প্রতিরোধ এবং পাল্টা আক্রমণের ক্ষমতার ব্যাপারে দেশটির শক্তি” প্রদর্শিত হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct