সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: অল ইন্ডিয়া ইমাম মুয়াজ্জিন এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন জলঙ্গী ব্লক শাখার উদ্যোগে আজকে পথের সাথী সভাকক্ষে গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হয়। এদিন ওই ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে চারশতাধিক ইমাম মুয়াজ্জিন উপস্থিত ছিলেন। সংগঠনের মুর্শিদাবাদ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক ইমাম মুয়াজ্জিনদের ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করার বার্তা দেন। রাজ্জাক বলেন, ইমামদেরকে সামাজিক সচেতনতা মূলক বার্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিতে হবে। কোনরকম ভেদাভেদ কাম্য নয়। খাম ও রুবেলা ভ্যাকসিনেশন বিষয়ে মসজিদ থেকে ইমাম সাহেবেরা যাতে সচেতনতার বার্তা দেন সে বিষয়ে স্মরণ করিয়ে দেওয়া হয়।এদিনের সভায় নবনির্বাচিত ডিস্ট্রিক্ট ইমাম মুফতী আজমত আলী লাইফ সার্টিফিকেট ও প্রতিবেদন ফর্ম পূরণ করে ২৮শে ফেব্রুয়ারির আগেই প্রতিটি ব্লকে জমা দেওয়ার কথা বলেন। ওয়াকফ সম্পত্তি উদ্ধার ও সাম্মানিক ভাতা বৃদ্ধি করার জন্য সাংবিধানিক পন্থা অবলম্বন করারও তিনি আশ্বাস দেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, সভাপতি মাওলানা মুজাফফর খান, সংগঠনের ডোমকল মহকুমার চেয়ারম্যান মাওলানা হাশিম বিশ্বাস,সামিদুল আনসারি, আব্দুর রউফ, মিনারুল, আব্দুল মাতিন প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct