আপনজন ডেস্ক: পশ্চিম অসমের নালিবাড়ি জেলায় একটি মসজিদ নির্মাণের জন্য জমি দান করেছে তিনটি হিন্দু পরিবার। প্রয়াত সুরেন্দ্র বিশ্য, পুবিন ডেকা এবং পরেশ ডেকার পরিবার পাব কালাকুচি গ্রামের মুসলিম বাসিন্দাদের জন্য একটি মসজিদ নির্মাণের জন্য প্রায় দু কাঠা জমি দান করেছে। এ বিষয়ে পরেশ ডেকার স্ত্রী রাজু ডেকা জানান, পাব কালাকুচি হিন্দু-মুসলিম উভয় ধর্মের মানুষই বসবাস করে। আমাদের গ্রামে হিন্দু মুসলমানদের তুলনায় খুবই কম, কিন্তু আমরা এখানে সম্পূর্ণ সম্প্রীতি ও ভ্রাতৃত্বের সাথে বসবাস করি। এই সাংস্কৃতিক মেলামেশার কারণে আমাদের গ্রাম আজ সম্প্রীতির উদাহরণ হয়ে উঠেছে।তিনি বলেন, বহু বছর আগে আমার শ্বশুর মৃত কালী রাম ডেকা গ্রামের মুসলমান বাসিন্দাদের মসজিদ নির্মাণের জন্য ১ কাঠা ৯ ছটাক জমি দান করেছিলেন, যদিও জমির অধিকার আমাদের কাছেই ছিল। আমরা সরকারিভাবে ওই জমি গ্রামবাসীদের হস্তান্তর করেছি। অসমে এমন ঘটনা ঘটেছে যেখানে হিন্দু ও মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হয়েছে, তবে অনেক লোক আছে যারা রাজ্যে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করে। এরকম একটি উদাহরণ হল পাব কালাকোচি। মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ নামাজের আয়োজন করা হয়। এ সময় হিন্দু-মুসলমান উভয়েই সমানভাবে অংশগ্রহণ করে। এ উপলক্ষে পুশমাত্রী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি পুনুরুদ্দিন আহমেদ বলেন, আমাদের গ্রামে হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ই গত ৫০-৬০ বছর ধরে ভ্রাতৃত্বের চেতনায় বসবাস করে আসছে।
৮০টি মুসলিম পরিবারের তুলনায় মাত্র সাতটি হিন্দু পরিবার রয়েছে। কিন্তু আমরা কখনই তাদের (হিন্দুদের) আমাদের থেকে আলাদা সম্প্রদায় হিসেবে বিবেচনা করিনি। সেখানে জমি দানকারী পুবিন ডেকার স্ত্রী রুপরিখা ডেকা জানান, আমাদের বাপ-দাদারা পুব কালাকুচির পশমাত্রী মহল্লার ৭ বিঘার মধ্যে স্বেচ্ছায় ১ কাঠা ৯ ছটাক জমি মসজিদের নামে দান করেছিলেন। এখন আমরা আনুষ্ঠানিকভাবে গ্রামবাসীদের কাছে এই প্লট হস্তান্তর করেছি। তিনি আরও বলেন, আমরা সব সময় সম্প্রীতির মধ্যে থাকতে চাই। তাই আমাদের বাপ-দাদার দান করা জমি গ্রামবাসীর হাতে তুলে দিয়েছি। আমরা মসজিদ নির্মাণের জন্য প্রয়োজনীয় সব ধরনের আর্থিক সহায়তাও দেব। হিন্দু-মুসলিম সম্প্রীতির প্রতীক এই মসজিদের ভিত্তি স্থাপন করা হয়েছে। দারুল উলুম মাদ্রাসা কুমারিকাতার প্রধান মাওলানা সৈয়দ উর রহমান জামে মসজিদের ভিত্তি স্থাপন করেন। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গ্রামবাসীদের পাশাপাশি প্লট দাতাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে জমি দানকারী পরিবারের প্রত্যেক সদস্য উপস্থিত ছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct