সাদ্দাম হোসেন মিদ্দে, সল্টলেক, আপনজন: ৪৬ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রকাশিত হল ভাঙড়ের বাসিন্দা কবি দীনবন্ধু গোলদারের কাব্যগ্রন্থ ‘সাতটা চোদ্দোর নামখানা লোকাল’। মঙ্গলবার ২০৭ নম্বর স্টলে তাঁর কাব্যগ্রন্থ টি প্রকাশিত হয়। এখান থেকেই পাঠকরা ক্রয় করতে পারবেন কাব্যগ্রন্থটি।কাব্যগ্রন্থ টি মুদ্রিত হয়েছে চৌধুরী প্রেস থেকে। প্রকাশিত হয়েছে কলাবতী বুক পাবলিশিং থেকে। প্রচ্ছদ এঁকেছেন শিল্পী তন্ময় পাল। পুস্তকটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি দীনবন্ধু গোলদার ও ভাঙড় মহাবিদ্যালয়ের দুই অধ্যাপক নিরুপম আচার্য ও দেবদূত মুখার্জিসহ অন্যান্যরা। পেশায় শিক্ষক কবি দীননাথ গোলদারের জন্ম ১৯৬৬ সালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় ১ নম্বর ব্লকের গড়াইজুলি গ্রামে। সপ্তম শ্রেণীতে পড়াকালীন সময়ে তিনি ‘সম্প্রীতি’ নামে প্রথম কবিতা টি লেখেন। সম্পাদনা করেছেন ‘নতুন প্রতিভা’ নামে পত্রিকা। প্রথম কাব্যগ্রন্থ ‘সাতটা চোদ্দোর নামখানা লোকাল’ কবি উৎসর্গ করেছেন সহধর্মিনী বেবী রায় গোলদার, পুত্র সৌজন্য গোলদার ও কন্যা সম্প্রীতি গোলদারকে। দীননাথ গোলদার মানসিকভাবে খুবই খুশি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct