নিজস্ব প্রতিবেদক, কলকাতা, আপনজন: রবিবার কলকাতার ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অডিটোরিয়ামে আমানত ফাউন্ডেশন ট্রাস্ট এর পক্ষ থেকে মেধাবী ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয়। এই কেরিয়ার কাউন্সিলিংয়ে এদিন বক্তব্য রাখেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আয়তুল্লাহ ফারুকী, শিশু বিকাশ একাডেমির প্রতিষ্ঠাতা ও সম্পাদক মুন্সি আবুল কাশেম, প্রাক্তন আমলা সরফরাজ আহমেদ, বক্তব্য রাখেন পুবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান। এ দিনের অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেন আমানত ফাউন্ডেশন ট্রাস্টের চেয়ারম্যান মুহা শাহ আলম। এদিনের অনুষ্ঠানে সবচেয়ে উল্লেখযোগ্য এবং আকর্ষণীয় বক্তব্য রাখেন বিশিষ্ট প্রশাসক নাইমুর রহমান। তিনি উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যে যে বিষয় নিয়ে পড়াশোনা করুন না কেন আপনাদের প্রথম টার্গেট হওয়া উচিত প্রশাসক হওয়া। আইএএস হওয়ার উৎসাহ দেন।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমানত ফাউন্ডেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমেদ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct