এহসানুল হক, সল্টলেক, আপনজন: রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকারের দুর্নীতির প্রতিবাদে বসিরহাট প্রান্তিক শহরে কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করা হয় বুধবার বিকাল তিনটে নাগাদ। পায়েল মোড় থেকে কংগ্রেসের প্রতিবাদ মিছিল শুরু হয়। বসিরহাটের বোর্ডঘাটে এসে রাস্তা অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এদিন ত্রিশ মিনিট অবরোধ কর্মসূচি পালনের পরে নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করা হয়। এদিন বহু মানুষ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। পরে বসিরহাট এক নম্বর ব্লকে ডেপুটেশন দেন তারা। এদিন বসিরহাটের কংগ্রেস নেতা আব্দুল কাদের সর্দার বলেন, আমরা আজ ছয় দফা দাবি নিয়ে সমষ্টি উন্নয়নের আধিকারিকের কাছে ডেপুটেশন দিচ্ছি। প্রথমত বহুদিন ধরে বিভিন্ন মানুষেরা একশ দিনের কাজের টাকা পাচ্ছে না। তারই প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। তারা অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী একইসঙ্গে যুক্তি করে এই গেম খেলছে। বাংলার উন্নয়নকে স্তব্ধ করে দিয়েছে। একদিকে শেষ করে দিচ্ছে বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ভারত বর্ষকে ভিখারীর খাতায় নাম লেখাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিনের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বসিরহাট এক নম্বর ব্লকের কংগ্রেসের সভাপতি আব্দুল কাদের সরদার, জাতীয় কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক আবু ইসহাক বাবু গাজী, জেলা গ্রামীণ সভাপতি অমিত মজুমদার সহ একাধিক বিশিষ্টজনেরা। এদিন বসিরহাট ১ নম্বর ব্লকের ডেপুটেশন দেওয়ার সময় পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের ধস্তাধস্তি হয়। যদি আমাদের এই ছয় দফা দাবি না মানা হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দেন তারা। এদিন কংগ্রেস কর্মীরা মাথায় ঝুড়ি হাতে কোদাল নিয়ে প্রতিবাদে সামিল হয়।রস্কার প্রদান কর্মসূচি। বর্তমানে মহাবিদ্যালয়ে থেকে প্রায় ২৫ জন গবেষক- গবেষিকা বিভিন্ন বৃত্তি নিয়ে গবেষণা কাজ সম্পাদন করে থাকে।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct