সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: অদূরেই রয়েছে পুরাতত্ব দফতরের সংরক্ষিত মন্দির জোড় বাংলা। পাশেই রয়েছে প্রাচীন সৌধ গুমগড়। আর তারই মাঝে নিয়ম ভেঙে গড়ে তোলা হয়েছিল বিশাল আকারের লজ। এবার সেই লজ ভেঙে ফেলার নোটিশ দিল বাঁকুড়ার বিষ্ণুপুর পুরসভা। পুরসভার দাবি অনুমতিবিহীন ভাবে ওই লজ গড়ে তোলা হয়েছে। পুরাতত্ব বিভাগের নিয়ম অনুযায়ী কোনো প্রাচীন সৌধের একশো মিটারের মধ্যে নির্মান করা যায়না। দু’শো মিটারের মধ্যে নির্মাণ করতে হলে সেক্ষেত্রে অনুমতি লাগে পুরাতত্ব বিভাগের। সেসব নিয়ম কানুনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে এককালের মল্ল রাজধানী বিষ্ণুপুরের প্রাচীন সৌধ গুমগড়ের পাশেই তৈরী করা হয় একটি দোতলা লজ। পুরাতত্ব বিভাগ জানিয়েছে বিষ্ণুপুরের অন্যতম ঐতিহ্যবাহী সংরক্ষিত মন্দির জোড় বাংলা থেকে ওই নির্মানের দূরত্ব মেরেকেটে ৭৫ মিটার। এমন জায়গায় কীভাবে গড়ে উঠল নির্মাণ। বিষ্ণুপুর পুরসভার দাবী তাঁদের তরফেও নির্মাণের কোনো অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি নজরে আসার পর ২০২১ সালে নির্মাণকাজ বন্ধের নোটিশ দেয় পুরাতত্ব বিভাগ। পরবর্তীতে পরপর দুবার লজ কর্তৃপক্ষকে নোটিশ দেয় বিষ্ণুপুর পুরসভাও । কিন্তু তারপরও নির্মান কাজ বন্ধ তো দূরে থাক নির্মান কাজ সম্পূর্ন করে পূর্ণ মাত্রায় লজ চালু করে দেয় কর্তৃপক্ষ। আজ লজ কর্তৃপক্ষকে তৃতীয়বার নোটিশ দিয়ে বিষ্ণুপুর পুরসভা জানিয়ে দেয় আগামী ১৫ দিনের মধ্যে ওই নির্মান ভেঙে ফেলতে হবে। নতুবা পুর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পুরসভার তরফে আজ কর্মীরা ওই লজে গিয়ে নোটিশ টাঙিয়ে দেয়। লজের কর্মীরা নোটিশ প্রাপ্তির কথা স্বীকার করলেও লজ নির্মানের বৈধতা নিয়ে মুখ খুলতে চায়নি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct