আপনজন ডেস্ক: ভূমিকম্পে বিধ্বস্ত কাহরামানমারাস এলাকায় পরিদর্শন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। বিবিসির এক খবরে বলা হয়েছে, সেখানে তিনি বেঁচে যাওয়াদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তুরস্কে আঘাত হানার দ্বিতীয় ভূমিকম্পের কেন্দ্রস্থলে যান এরদোগান। যা প্রথমটির কেন্দ্রস্থল থেকে মাত্র ৪০ মাইল উত্তরে। বিবিবির ওই খবরে বলা হয়, ধ্বংসস্তুপ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় এরদোগান স্বীকার করেছেন যে ভূমিকম্পে রাজ্যের প্রাথমিক প্রতিক্রিয়া নিয়ে সমস্যা ছিল। তাছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি। এদিকে সিরিয়া ও তুরস্কে সোমবার আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে, তুরস্কেই ৮ হাজার ৫৭৪ জনের মৃতের খবর নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। একই সময়ে সিরিয়ায় ২ হাজার ৫৩০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।দুটি দেশেরই ধসে পড়া হাজারো ভবনের ধ্বংসস্তুপে অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা। বিভিন্ন দেশ থেকেও তাঁদের সঙ্গে যোগ দিচ্ছেন হাজার হাজার উদ্ধারকর্মী। তবে সেখানে অতিরিক্ত ঠাণ্ডার কারণে একদিকে উদ্ধার কাজ যেমন বিঘ্নিত হচ্ছে অন্যদিকে উদ্ধার হওয়া আহতদেরও স্বাস্থ্যঝুঁকি বাড়ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct