আপনজন ডেস্ক: দক্ষিণ তুরস্ক এবং উত্তর সিরিয়ায় বিধ্বংসী এক ভূমিকম্পে পাঁচ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর পর সেখানে আন্তর্জাতিক সাহায্য প্রচেষ্টা জোরদার করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও অনুমান করছে, তুরস্ক এবং সিরিয়া জুড়ে আড়াই কোটিরও বেশি মানুষ এই ভূমিকম্পের শিকার হয়েছেন। তুরস্কে তিন মাসের জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোগান। ভূমিকম্পে তুরস্কে কমপক্ষে ৩,৫৪৯ জন মারা গেছে, সিরিয়ায় মৃতের সংখ্যা প্রায় ১,৬০০। ২৪ হাজারেরও বেশি লোক অনুসন্ধান এবং উদ্ধারে জড়িত। প্রেসিডেন্ট এরদোগান মঙ্গলবার দক্ষিণ তুরস্কের বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১০টি প্রদেশকে একটি দুর্যোগ অঞ্চল হিসাবে ঘোষণা করে ওই অঞ্চলে তিন মাসের জন্য জরুরি অবস্থা জারি করেছেন। দুটি দেশেই হাজার হাজার ভবন ধসে পড়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের বাঁচাতে উদ্ধারকর্মীরা প্রাণপণ প্রচেষ্টা চালাচ্ছেন। উত্তর সিরিয়ায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া লোকজন সাহায্যের জন্য ডাকাডাকি করছেন কিন্তু তাদের ডাকে সাড়া দেয়ার মতো প্রায় কেউ নেই। ইস্তাম্বুলের একজন তুর্কি সাংবাদিক ইব্রাহিম হাসকোলোলু বলেছেন, ‘লোকেরা এখনও (ধ্বসে পড়া) ভবনের নিচে রয়েছে, তাদের সাহায্যের প্রয়োজন।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct