জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: দুজলের অপর নাম জীবন। আর গ্রীষ্মকাল পড়তেই দেখা দিল পানীয় জলের সমস্যা নল কূপ থাকা সত্বেও। এমনই চিত্র দেখা গেল,মঙ্গলবার পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের তুন্তুরী গ্রামের নীচ পাড়ায়। স্থানীয় গ্রামবাসীরা জানান, গত কয়েক দিন আগে আমাদের নীচ পাড়ার দুটি নলকূপ খারাপ হয়ে যায়। ফলে পানীয় জলের প্রচন্ড সমস্যা হয়। পানীয় জলের জন্য অন্য গ্রাম থেকে প্রায় চার থেকে পাঁচ কিমি পথ অতিক্রম করে বহাল ক্ষেতের ডারী থেকে জল নিয়ে আসতে হচ্ছে। তারা আরও জানান, আমরা গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানিও কোন সুরাহা হয়নি। পাড়ায় প্রায় ৭০ থেকে ৮০ টি পরিবার বসবাস করে। সমস্যা হচ্ছে পানীয় জলের জন্য। সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে মেরামতের জন্য আর্জি জানান তারা।এছাড়া তারা আরও জানান আমরা গ্রাম পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত প্রধানকে লিখিত আবেদন জানিও কোন সুরাহা হয়নি। এবিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান কিরণ কালিন্দীকে ফোন করে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, ওখানে মিস্ত্রি পাঠানো হয়েছিল ।কিন্তু কি কারণে ঠিক হয়নি আমাকে মিস্ত্রি জানায়নি। তদন্ত করে দেখছি। পাশাপাশি জানান শীঘ্রই মেরামত করা হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct