সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: বীরভূম জেলার রাজনগর থানা এলাকার পশ্চিমে ঝাড়খন্ড সীমান্ত সংলগ্ন নির্জন ফুলবাগানে হযরত হযরত রাজা খাজা আসাদুল্লাহ খান দেওয়ান সাহেবের মাজার শরীফ। প্রতিবছর বাংলা ২৩ শে মাঘ সাবেকী প্রথা ও রীতি মেনে যথাযোগ্য মর্যাদা সহকারে সহস্রাধিক মানুষের আগমনে অনুষ্ঠিত হয় উরস মোবারক। এ উপলক্ষে এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে একদিনের জন্য এক সম্প্রীতির মিলন মেলা। রাজনগর রাজবাটিতে সংরক্ষিত রয়েছে দেওয়ান বাবার আসল কাঁথা ও চাদরখানি । সাবেকি রীতি মেনে এদিন সেখান থেকে সেই সংরক্ষিত চাদর ও কাঁথা বড়ো থালায় সাজিয়ে এবং মাথায় চড়িয়ে পায়ে হেঁটে মাজার শরীফে নিয়ে আসা হয়। রাজ পরিবারের পক্ষ থেকে প্রথমেই সেই চাদর মাজার শরীফে চড়ানো হয়। এরপর ভক্ত অনুরাগীরা চাদর চড়ান। সেই সাথে চলে মিলাদ মাহফিল ফাতেহা ও সিন্নি বিতরণ। উরস মোবারক উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানকা এ শাহাবাজিয়া ভাগলপুর ও খানকা এ নইমিয়া দুবরাজপুর থেকে আগত দুই পীর সাহেব সহ অন্যান্য আলেম উলেমায়েগণ। তার জীবনবৃত্তান্ত সম্পর্কে এক সাক্ষাৎকারে বিস্তারিত জানালেন রাজনগর রাজ পরিবারের অন্যতম সদস্য তথা সাংবাদিক মহম্মদ সফিউল আলম খান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct