আপনজন ডেস্ক: তুরস্ক-সিরিয়া সীমান্তে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়-ক্ষতির শিকার হয়েছে উভয় দেশ। এরইমধ্যে দেশ দু’টিতে নিহতের সংখ্যা ৪ হাজার ৩০০ ছাড়িয়েছে। আহত হয়েছে ১৫ হাজারেরও বেশি মানুষ। এখনো অনেকে বিধ্বস্ত ভবনগুলোর নীচে আটকা পড়ে আছেন। এদিকে ভয়াবহ এই ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সিরিয়ার আলেপ্পো শহরে একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে এক শিশুর জন্ম হয়েছে। সে ভালো থাকলেও তার মা থাকতে পারেনি। তিনি মারা গেছেন। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে স্থানীয়রা ধ্বংসস্তূপ ও এর আশপাশে নিখোঁজ বা আহতদের উদ্ধার কাজ করছিলেন। এ সময় এক নারীকে দেখতে পান তারা। তিনি সন্তান প্রসব করেছিলেন। এরপরই তার মৃত্যু হয়। কিন্তু শিশুটিকে জীবিত উদ্ধার করা গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct