আজিম সেখ, বীরভূম, আপনজন: টিইউসিসি বীরভূম জেলার দুই দিবসীয় জেলা সম্মেলন অনুষ্ঠিত হল টি ইউ সি সি সর্বভারতীয় সাধারণ সম্পাদক এস পি তেওয়ারির উপস্থিতিতে। টিইউ সি সি বীরভূম জেলা কমিটির সম্মেলন ৫ -৬ ফেব্রুয়ারি ২০২৩ জয় মা তারা অনুষ্ঠান ভবন (কম: রঞ্জিত চৌধুরী মঞ্চ) ও রামপুরহাট (কমরেড সরলদেব নগর) এ অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনে বীরভূম জেলার বিভিন্ন বিধানসভা এলাকা থেকে আগত নির্মাণ কর্মী, পাথর খাদান শ্রমিক, ক্ষেতমজুর, বিড়ি শ্রমিক, কৃষক, মৎস্যজীবী ও বিভিন্ন ক্ষেত্রের কর্মরত অসংগঠিত শ্রমিকেরা অংশগ্রহণ করেন। টি ইউ সি সি পতাকা উত্তোলন করেন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি মাননীয় রবীন্দ্রনাথ চক্রবর্তী ও নেতাজীর প্রতিকৃতিতে মাল্য দান করেন ভারতীয় সেনার অবসরপ্রাপ্ত আধিকারিক মোঃ সাইদুল ইসলাম মহাশয় ও টিউসিসি রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড অভয় শর্মা, মৎস্যজীবী ইউনিয়নের রাজ্য নেতা কমরেড আম্বিয়া হোসেন ও অন্যান্য নেতৃত্ব। সম্মেলনের উদ্বোধন করেন টি ইউ সি সি সর্বভারতীয় সাধারণ সম্পাদক এস পি তেওয়ারি।
উনি তার বক্তব্যে বীরভূম জেলার পাথর খাদান শ্রমিকদের ন্যূনতম বেতন ই এস আই ও ই পি এফ, এর অন্তর্ভুক্তি এবং শ্রমিকদের সিলিকোসিস রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি উপস্থাপন করেন। তিনি নির্মাণ শ্রমিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার জন্য রাজ্য কল্যাণ বোর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করার জন্য জেলার নেতৃৎবৃন্দকে নির্দেশ দেন। ক্ষেতমজুরদের সারা বছর কাজ দেওয়ার এবং এবং তাদেরকে সামাজিক নিরাপত্তার আওতায় নিয়ে আসার জন্য তিনি রাজ্য সরকারের কাছে দাবি জানান। আগামী দিনে বিড়ির শ্রমিক, চা-শ্রমিক ও নির্মাণ শ্রমিকদের ই এস আই তে অন্তর্ভুক্তি করার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান। জঙ্গিপুর বিড়ি হাসপাতাল ই এস আই অন্তর্ভুক্তি হতে চলেছে এটা উনি ঘোষণা করেন। বীরভূমে ই এস আই ডিসপেনসারি করার উদ্যোগ উনি গ্রহণ করবেন বলে জানান। বীরভূম সহ উত্তরবঙ্গের সমস্ত জেলার উক্ত শ্রমিকদের টি ইউ সি সি সদস্য হওয়ার আহ্বান করেন। মৎস্যজীবীদের কুলিং পিরিয়ড (যে সময় নদ-নদীতে মৎস্য শিকার করা সরকারিভাবে নিষিদ্ধ) এ আবশ্যিকভাবে প্রতিমাসে অনুদান হিসাবে ১৫০০০ টাকা দেবার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানান। দেওচা ও পাঁচামীর কৃষকদের সমস্যা তুলে ধরতে গিয়ে তিনি কৃষকদের জমির ন্যায্য মূল্য, বাসস্থানের জমি ও গৃহ নির্মাণ করা এবং কয়লা খাদান থেকে প্রাপ্ত লাভ্যাংশের এক অংশ কৃষকদের প্রতি বছর রয়েলটি হিসেবে দেবার তিনি দাবি করেন। জেলা সম্মেলন অভ্যর্থনা কমিটির সভাপতি মাননীয় মোঃ মাইদুল ইসলাম আগত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শ্রমিক বন্ধুদের অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং মাননীয় মোঃ মাইদুল ইসলাম (কিরণ ) কে জেলা সভাপতি এবং মাননীয় সুজয় সেনগুপ্ত কে জেলা সম্পাদক করে ১৩ সদস্যীয় বীরভূম জেলা কমিটি ঘোষণা করেন টি ইউ সি সি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সভাপতি মাননীয় কম: রবীন্দ্রনাথ চক্রবর্তী ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct