নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: দুর্নীতিগ্রস্ত অঞ্চল সভাপতি চাই না, স্বচ্ছ ভাবমূর্তির লোককে অঞ্চল সভাপতি পদে দেখতে চাই। ব্লক সভাপতি ও পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সোমবার পঞ্চায়েতের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান চাঁচল-৪৫ বিধানসভার কুশীদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা।বিক্ষোভের কয়েকঘন্টা পরে অঞ্চল সভাপতির তালিকা প্রকাশিত হতেই সুর নরম হয়ে পড়ে বিক্ষোভকারীদের।যার বিরুদ্ধে ও যার সমর্থনে এই বিক্ষোভ কারোই নাম নেই সদ্য প্রকাশিত অঞ্চল তালিকায়।সদ্য প্রকাশিত তালিকায় কুশিদা গ্রাম পঞ্চায়েত (এ) অঞ্চল চেয়ারম্যান করা হয়েছে রেজাউল হক কে ও অঞ্চল সভাপতি মহম্মদ নুর আজম কে অপরদিকে কুশিদা গ্রাম পঞ্চায়েত (বি) অঞ্চল চেয়ারম্যান করা হয়েছে ফিরোজ আলি ও অঞ্চল সভাপতি করা হয়েছে সুধীর দাসকে।
বিক্ষোভকারী তৃনমূল সমর্থকদের অভিযোগ ছিল,হরিশ্চন্দ্রপুর-১(বি) ব্লক এর সভাপতি মানিক দাস টাকার বিনিময়ে হোসেনপুর বুথের পঞ্চায়েত সদস্য অলোক পদ্দার কে অঞ্চল সভাপতি করার জন্য নামটি প্রস্তাব করে জেলায় পাঠিয়েছে।এই কথা জানতে পেরেই ক্ষোভে ফেটে পড়েন তৃনমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা।তারা সরাসরি অভিযোগ তুলেন মানিক দাস ও পঞ্চায়েত সদস্য অলোক পদ্দারের বিরুদ্ধে। তাদের অভিযোগ আলোক পদ্দারের নামে একাধিক অভিযোগ রয়েছে,ভাতার নামে ও ঘর পাইয়ে দেওয়ার নাম করে এলাকা থেকে লক্ষ লক্ষ টাকা তুলে রেখেছে। এমনকি যারা তার বিরুদ্ধে দুর্নীতি নিয়ে আওয়াজ তুলতে গিয়েছে তাদেরকে মিথ্যা মামলা জরিয়ে ফাসিয়ে দিয়েছে। তার নামে থানায় একাধিক মামলা রয়েছে। ব্লক সভাপতি মানিক দাস টাকার বিনিময়ে দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত সদস্য অলোক পদ্দারের নামটি অঞ্চল সভাপতি করার জন্য জেলায় প্রস্তাব পাঠিয়েছে।সে অঞ্চল সভাপতি হলে সামনে পঞ্চায়েত নির্বাচনে কুশিদা গ্রাম পঞ্চায়েত হাত ছাড়া হয়ে পড়বে।কিন্ত বিক্ষোভের কয়েকঘন্টা পরে তালিকা প্রকাশিত হতেই ভ্রম ভাঙে বিক্ষোভকারী তৃনমূল সমর্থকদের। বিক্ষোভকারী তৃণমূল কর্মী মোহাম্মদ আরিফ বলেন,উচ্চ নেতৃত্ব দুর্নীতিবাজদের প্রশয় দিচ্ছে। টাকার বিনিময়ে পদ দিচ্ছে।অলোক পোদ্দার অনেক দুর্নীতি করেছে।সে সভাপতির পদ পেলে আরো দুর্নীতিতে জড়িত পড়ত। জেলা তৃণমূল মুখপাত্র শুভময় বসু বলেন যারা বিক্ষোভ করছে তারা দলের কেও না। এর পেছনে স্বার্থ এবং চক্রান্ত রয়েছে।দল এসব ব্যাপারে মাথা ঘামায় না।আর নতুন অঞ্চল সভাপতির নাম স্বচ্ছতার সঙ্গে প্রকাশিত হয়েছে। তৃণমূলের পঞ্চায়েত সদস্য অলোক পদ্দার বলেন এই সমস্ত অভিযোগ ভিত্তিহীন। যারা বিক্ষোভ করছে তারা পদ নিয়ে দুর্নীতি করতে চাই। আমাকে কালীমালিপ্ত করার চেষ্টা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct